Header Ads

আপারের সমস্যা সমাধানে বাড়তি উদ্যোগ কমিশনের, প্রচুর শূন্যপদে শিক্ষক নিয়োগ করতে চায় SSC

নজরবন্দি ব্যুরো: আইনি জটে এখনও আটকে আছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। কমিশনের হিসাব অনুসারে প্রায় ১৪ হাজারের কাছাকাছি শূন্য পদ রয়েছে উচ্চ প্রাথমিকে।
এবার সেই আইনি জটের দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টের কাছে আবেদন করতে চলেছে রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন।
সাবস্ক্রাইব করুন নজরবন্দির ইউটিউব চ্যানেল। 

কিছুমাস আগে পুজোর ঠিক আগেই আদালতের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করে। সেই মেধাতালিকা প্রকাশের পরেই বিতর্ক আরও বাড়তে থাকে। পরীক্ষার্থীরা অনিয়মের অভিযোগ আনেন। এর পাশাপাশি টেট-এও  নম্বর বাড়ানো এবং অপ্রশিক্ষিত প্রার্থীদের সুযোগ দেবার অভিযোগ রয়েছে এসএসসির বিরুদ্ধে। সেই অভিযোগ নিয়েও হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আবেদনকারী প্রার্থীরা।
পুজোর পরেই এই মামলায় উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়াতে স্থগিতাদেশ দেওয়ায় পুরো প্রক্রিয়াই এখন আটকে রয়েছে। সেই আইনি প্রক্রিয়ায় এবার ত্বরান্বিত করতে আসরে নেমেছে SSC।

বহু বিতর্ক থাকার পরেও স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই নবম-দশম ও একাদশ-দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া শেষ করে ফেলেছে।
"গোলি মারো গদ্দারকো" বনাম "বাংলার গর্ব মমতা" না যাত্রাপালা নয়; মহড়া শুরু ২০২১-এর। এগিয়ে কারা?
 কিন্তু উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে না পারায় নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারছে না কমিশন। যার জেরে সমস্যাতেও পড়েছে কমিশন। ইতিমধ্যেই নয়া শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নিয়ে নয়া বিধিও বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে স্কুল শিক্ষা দফতর।
ওই নতুন নিয়ম অনুসারে এবার উচ্চ প্রাথমিক,নবম-দশম ও একাদশ-দ্বাদশের নিয়োগ একসঙ্গেই করতে হবে। যা নিয়ে এই সমস্যায় স্কুল সার্ভিস কমিশন। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই তিনটি বিভাগেরই প্রচুর শূন্যপদ তৈরি হয়েছে। সেই শূন্যপদগুলিতেও দ্রুত নিয়োগ করতে চায় স্কুল শিক্ষা দফতর। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.