Header Ads

লকডাউন মানতে ভিডিও বার্তায় বিরাট

নজরবন্দি ব্যুরোঃ মারণ ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। দেশকে এই মহামারির হাত থেকে বাঁচাতে পারে একমাত্র লকডাউন তাই ফের একবার দেশের মানুষের কাছে কাতর আবেদন করলেন বিরাট। এক ভিডিও বার্তায় তিনি বলেন," হ্যালো আমি বিরাট কোহলি বলছি! আজ আমি ভারতের একজন খেলোয়াড় হিসেবে বলছি না, দেশের একজন নাগরিক হিসেবে বলছি ।
 গত কয়েক দিনে দেখছি কিছু মানুষ দলবেঁধে ঘুরে বেড়াচ্ছে, তারা কারফিউর নিয়ম মানছে না, লকডাউন এর গাইডলাইন ফলো করছে না। অর্থাৎ তারা যেন বিষয়টাকে খুব হালকাভাবে নিচ্ছে। কিন্তু মনে রাখবেন এই লড়াইটা এত হালকাভাবে নেওয়ার নয়, এই লড়াই আরও কঠিন।" দেখুন ভিডিও নিচের লিঙ্কে ক্লিক করে।
https://twitter.com/imVkohli/status/1243501019213918208

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.