''আপনি একজন যোদ্ধা'' ব্রিটেনের প্রধানমন্ত্রীর আরোগ্য কামনা করে বার্তা মোদীর।
নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাস ত্রাস সৃষ্টি করেছে বিশ্বজুড়ে; এখন পর্যন্ত আক্রান্ত ৫ লাখের বেশি, মারা গেছেন ২৪ হাজারের ব হাজার। ভারত পুরো দেশ কে লক ডাউন করে ঠেকানোর চেষ্টা করছে করোনা ভাইরাস কে। এখন পর্যন্ত এদেশের ১৯ জন নাগরিক ও দুই বিদেশি সহ মারা গেছেন ২১ জন মানুষ।
আক্রান্ত ৮৬৩ জন। অন্যদিকে করোনায় আক্রান্ত হয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। গত ২৪ ঘন্টা ধরে তাঁর হালকা জ্বর এবং গলা ব্যাথা হচ্ছিল। করোনা হয়েছে কিনা সেই সন্দেহে নিজেকে আইশোলেট করে নিয়ে স্বাস্থ সচিব কে তিনি বলেন তাঁর পরীক্ষা করাতে। সেই পরিক্ষার রিপোর্ট এলে দেখা যাচ্ছে তাঁর শরীরে কোভিড ১৯ পজিটিভ। ব্রিটিশ প্রধানমন্ত্রী হোম আইশোলেসনে চলে গিয়েছেন। সেখান থেকে ভিডিও কনফারেন্সে দেশের কাজ চালাবেন তিনি। এদিকে বৃটিশ স্বাস্থ সচিবও নিজের পরীক্ষা করান তাতেও পাওয়া গেছে কোভিড ১৯ এর অস্তিত্ব। তিনিও চিকিৎসাধীন হয়েছেন।
আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট করেছেন। তিনি লিখেছেন "আপনি একজন যোদ্ধা, খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন এই প্রার্থনা করি।"
https://twitter.com/narendramodi/status/1243516004912766977
আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট করেছেন। তিনি লিখেছেন "আপনি একজন যোদ্ধা, খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন এই প্রার্থনা করি।"
https://twitter.com/narendramodi/status/1243516004912766977

No comments