করোনার মোকাবিলায় এবার সাহায্যের হাত বাড়ালেন হৃত্বিক রোশন ও প্রভাস
নজরবন্দি ব্যুরোঃ করোনার আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব। ইতিমধ্যে করোনা ভারতেও থাবা বসিয়ে ফেলেছে। সেই কারণে প্রধানমন্ত্রী লকডাউন এর ঘোষণা করেছেন। রজনীকান্ত থেকে শুরু করে কাপিল শর্মা, কমল হাসান মহেশ বাবু, রামচরণ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।এনারা সবাই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান পাঠিয়েছেন।এমন করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়ালেন হৃত্বিক রোশন ও প্রভাস।হৃত্বিক টুইট করে জানিয়েছেন তিনি করনা মোকাবিলায় BMC এর পাশে রয়েছে।এছাড়া তিনি আরো লেখেন, মহারাষ্ট্র সরকারের পাশে থেকে আমি খুশি আমার যতটা সম্ভব ততটা আমি সাহায্য করবো।
হৃত্বিক মহারাষ্ট্র সরকার কে ২০ লক্ষ টাকা দিয়েছেন।অন্যদিকে দক্ষিণী অভিনেত্রী প্রবাস দিয়েছেন ৪ কোটি টাকা।এছাড়াও ৫০ লক্ষ টাকার অনুদান দিয়েছেন রাজনিকান্ত।দক্ষিণী অভিনেত্রী এই তহবিলে হাত বাড়িয়েছেন মাহেশ বাবু দিয়েছেন ১ কোটি টাকা,রামচরণ দিয়েছেন ৭০ লক্ষ পবন করলেন দিয়েছেন ৫০ লক্ষ।অন্যদিকে দক্ষিণী অভিনেতা কমল হাসেন তার বাড়িতে অস্থায়ীভাবে করোনার চিকিৎসালয় তৈরি করার আবেদন জানিয়েছেন।
হৃত্বিক মহারাষ্ট্র সরকার কে ২০ লক্ষ টাকা দিয়েছেন।অন্যদিকে দক্ষিণী অভিনেত্রী প্রবাস দিয়েছেন ৪ কোটি টাকা।এছাড়াও ৫০ লক্ষ টাকার অনুদান দিয়েছেন রাজনিকান্ত।দক্ষিণী অভিনেত্রী এই তহবিলে হাত বাড়িয়েছেন মাহেশ বাবু দিয়েছেন ১ কোটি টাকা,রামচরণ দিয়েছেন ৭০ লক্ষ পবন করলেন দিয়েছেন ৫০ লক্ষ।অন্যদিকে দক্ষিণী অভিনেতা কমল হাসেন তার বাড়িতে অস্থায়ীভাবে করোনার চিকিৎসালয় তৈরি করার আবেদন জানিয়েছেন।

No comments