শিক্ষক নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ; আগামী কাল কি আপার জট কাটবে?
আগামী ২০ তারিখ উচ্চ প্রাথমিকের শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। সূত্র জানাচ্ছে সিরিয়াল নাম্বার ৪ এ রয়েছে আপারের মামলা।
প্রান হাতে নিয়ে প্লেগ আর্তদের সেবা করেছিলেন বিবেকানন্দ; এখন করোনার ভয়ে বন্ধ বেলুড় মঠ।
এর আগে জানা গিয়েছিল শুধুমাত্র বিশেষ গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবে। আপারের মামলা টি কেও গুরুত্বপূর্ণ মামলার তালিকায় রাখা হয়েছে। আশা করা যাচ্ছে আগামী ২০ মার্চ অর্থাৎ আগামী কাল এই মামলার চূড়ান্ত শুনানি হতে পারে।

No comments