Header Ads

শিক্ষক নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ; আগামী কাল কি আপার জট কাটবে?

নজরবন্দি ব্যুরো:আগেই করোনা আতঙ্কের আবহে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর এর প্রভাব পড়েছে আপার মামলার শুনানিতে।
আগামী ২০ তারিখ উচ্চ প্রাথমিকের শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। সূত্র জানাচ্ছে সিরিয়াল নাম্বার ৪ এ রয়েছে আপারের মামলা।
প্রান হাতে নিয়ে প্লেগ আর্তদের সেবা করেছিলেন বিবেকানন্দ; এখন করোনার ভয়ে বন্ধ বেলুড় মঠ।
এর আগে জানা গিয়েছিল শুধুমাত্র বিশেষ গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবে। আপারের মামলা টি কেও গুরুত্বপূর্ণ মামলার তালিকায় রাখা হয়েছে। আশা করা যাচ্ছে আগামী ২০ মার্চ অর্থাৎ আগামী কাল এই মামলার চূড়ান্ত শুনানি হতে পারে।
এই প্রসঙ্গে বলে রাখা ভাল, চাকুরিপ্রার্থীদের হয়ে আগামী ২০ তারিখ আদালতে সওয়াল করবেন আইনজীবী এবং সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সূত্র জানাচ্ছে রাজ্যসরকারও দ্রুত নিষ্পত্তি চাইছে এই মামলার। মুখ্যমন্ত্রীর ওএসডি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশ শিক্ষা দফতরে পৌঁছে দিয়েছেন যে দ্রুত চাকরি প্রার্থীদের সমস্যা সমাধান করতে হবে।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.