Header Ads

করোনা ভাইরাস কে আটকাতে নিরলস পরিশ্রম ও প্রতিজ্ঞাবদ্ধ কলকাতা কর্পোরেশন।

নজরবন্দি ব্যুরো: শেষ পর্যন্ত কলকাতাতেও ঢুকে পড়ল কোভিড-১৯। এই ভয়ঙ্কর অবস্থায় সতর্কতার তালিকা লম্বা করেছে রাজ্য সরকার। মিটিং-মিছিল, জনসমাবেশ, সিনেমা হল, শপিংমল সব বন্ধ হয়ে গিয়েছে।
বেলপুকুর বলতে পারেন নীরবে চলছে ১৪৪ ধারা। এই সময় দশটা চারটের ডিউটি অর্ডার  অমান্য করেও মানুষের পাশে পরম বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে কলকাতা কর্পোরেশনের কর্মীরা। রাজ্যে করোনার আতঙ্ক বেড়েছে কয়েক গুণ।
সেই নিয়ে নবান্নে বিশেষ বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভা ভবনে একটি বৈঠক করা হয়েছে। রাস্তাঘাট যত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যাবে ততো সংক্রমণ কম ছড়াবে। এই সময় রাস্তায় ঝাঁটা হাতে নেমে পড়েছে কলকাতা কর্পোরেশনের কর্মীরা। তারা উঠে পড়ে লেগেছে শহরকে করনা মুক্ত করতে। তাই বলা হচ্ছে যত্রতত্র থুথু ফেলবেন না, অযথা শহরকে নোংরা না করে পরিষ্কার রাখার চেষ্টা করুন। আমরা একটু তৎপর হলেই বাঁচবে শহর কলকাতা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.