Header Ads

বিজেপির মিছিলে খিচুড়ির ব্যবস্থা! মাছ বা ডিম ভাত নয় কেন ? পড়ুন

নজরবন্দি ব্যুরো: ডিম-ভাত বা মাছে-ভাত নয়। বিজেপি শিবিরের ভোজ সাদামাটা খিচুড়িতে। আমিষ নয়, অমিত শাহের সমাবেশে নিরামিষ খিচুড়িতেই সন্তুষ্ট থাকতে হল বিজেপি সমর্থকদের।
খাবারেও কি রাজনৈতিক ছবি স্পশট? ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপি কর্মী-সমর্থকরা অকপট, রামের শিষ্যদের জন্য নিরামিষই সেরা। চালে-ডালে গরম গরম খিচুড়ি। কলকাতায় অমিত শাহের  সমাবেশ। এদিন কর্মীদের নিরামিষ খিচুড়ি ভোজ। পাত পড়তে না পড়তেই, চেটেপুটে সাফ করলেন বিজেপি সমর্থকরা। বছরের পর বছর, বামেদের ব্রিগেডে দেখা যেত মাছ-ভাত। কখনও মাংস। যদিও সমর্থকরাই সেখানে রেঁধেবেড়ে খেতেন।
বামেদের মাছভাতের রীতি পিছনে ফেলে ২১ জুলাই তৃণমূলের সমাবেশের সঙ্গে জুড়ে গিয়েছে ডিম-ভাত। গেরুয়া শিবির কিন্তু ভরসা রাখলেন নিরামিষেই। ক্যামেরার সামনে নেতাদের ব্যাখ্যা অবশ্য একটু আলাদা। এই প্রসঙ্গে বিজেপি নেতা সায়ন্তন বসুর কথায়, 'বিজেপি কর্মীদের জন্য খিচুড়ি ভোজ। আম-আদমির খাবার খিচুড়ি। কম পয়সায় সর্বগুণ সম্পন্ন খাবার। পুষ্টিগুণের জন্যই খিচুড়ির ব্যবস্থা।'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.