কাঁচি দিয়েই বোমা নিষ্ক্রিয় করে প্রচারের শিরনামে উঠে এলেন জবা
নজরবন্দি ব্যুরো :ধারাবাহিকের জনপ্রিয়তা আগাগোড়াই প্রচুর। তেমনই একটি ধারাবাহিক 'কে আপন কে পর '।এই ছবির মুখ্য চরিত্রে জবা এই ধারাবাহিকের মূল কাহিনী হল একটা সাধারণ কাজের মেয়ে কিভাবে নিজের যোগ্যতা প্রমান করে উকিল হয়ে ওঠে। জবার স্বামী ও তাঁর টি সন্তান নিয়ে সুখের সংসার। তবে তাঁর জীবনে ঘাট প্রতিধাতে পূর্ণ।যদিও নেট দুনিয়ায় এই ধারাবাহিক নিয়ে বহু বিতর্ক ,ট্রোল ও মিম পোস্ট করা হয়।
এর আগেও তাঁর চাকর থেকে উকিল হয়ে যাওয়া। আবার অক্সিজেন মার্ক্স নিয়ে কোর্টে কেশ লড়া এইসব বিষয় নিয়ে নেট দুনিয়ায় খুব ট্রোল হতে হয়েছে এই ধারাবাহিকটিকে। এবার আবারো এই ধারাবাহিকের একটি গম্ভীর বিষয়কে নিয়ে হাসির খোরাক তৈরী করা হয়েছে। সম্প্রতি কে আপন কে পরের একটি এপিসোডে দেখান হয়েছে কি ভাবে বিশেষে পোশাক না পরে ও কোন ট্রেনিং না নিয়ে কাঁচি দিয়ে নয়টি বোমা নিষ্ক্রিয় করলেন জবা। এই বিষয়টি হয়ে ওঠে নেট দুনিয়ার হাসির খোরাক। অনেকে এটাও বলেন এই সমস্ত অবাস্তব জিনিস ধারাবাহিকে না দেখাতে।
এর আগেও তাঁর চাকর থেকে উকিল হয়ে যাওয়া। আবার অক্সিজেন মার্ক্স নিয়ে কোর্টে কেশ লড়া এইসব বিষয় নিয়ে নেট দুনিয়ায় খুব ট্রোল হতে হয়েছে এই ধারাবাহিকটিকে। এবার আবারো এই ধারাবাহিকের একটি গম্ভীর বিষয়কে নিয়ে হাসির খোরাক তৈরী করা হয়েছে। সম্প্রতি কে আপন কে পরের একটি এপিসোডে দেখান হয়েছে কি ভাবে বিশেষে পোশাক না পরে ও কোন ট্রেনিং না নিয়ে কাঁচি দিয়ে নয়টি বোমা নিষ্ক্রিয় করলেন জবা। এই বিষয়টি হয়ে ওঠে নেট দুনিয়ার হাসির খোরাক। অনেকে এটাও বলেন এই সমস্ত অবাস্তব জিনিস ধারাবাহিকে না দেখাতে।


No comments