খবরের সত্যতা মানলেন শিক্ষামন্ত্রী, শিক্ষক নিয়োগ হচ্ছে রাজ্যে
নজরবন্দি ব্যুরো: রাজ্যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে অবশেষে রাজ্যের অবস্থান স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রক্রিয়া শুরুর পাশাপাশি খুব দ্রুত রাজ্যে কয়েক হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
সামনেই এবারের পুরসভা নির্বাচন। এই নির্বাচন তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ। তাই এই নির্বাচন শেষ হলেই হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট-এর। স্কুলশিক্ষা দপ্তর সূত্রে খবর, দ্রুত এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
নিয়োগ প্রক্রিয়াও পুজোর আগেই শেষ করে ফেলার চেষ্টা চলছে। সূত্রের খবর, ১৫ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ হতে পারে। এ বিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগ করার উদ্যোগ নিচ্ছে শিক্ষা দপ্তর। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়ে দেওয়া হবে। কয়েক হাজার শূন্যপদে টেটের মাধ্যমে এই নিয়োগ হবে।
সামনেই এবারের পুরসভা নির্বাচন। এই নির্বাচন তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ। তাই এই নির্বাচন শেষ হলেই হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট-এর। স্কুলশিক্ষা দপ্তর সূত্রে খবর, দ্রুত এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

No comments