Header Ads

বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন? জানিয়ে দিলেন অমিত শাহ

নজরবন্দি ব্যুরোঃ শহীদ মিনারের সভা থেকে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার সাধারণ সাধারণ মানুষকে বিজেপির হাতে বাংলা তুলে দেয়ার জন্য আহ্বান জানালেন। তাঁর কথায় "মোদিজীর হাতে বাংলা তুলে দিন পাঁচ বছরের সোনার বাংলা করে দেব আমরা।" একুশই যে বিজেপির মূল লক্ষ্য তা স্পষ্ট করে দিলেন অমিত শাহ। সরাসরি বাংলা দখলের বার্তা দিলেন তিনি।
সভা মঞ্চ থেকে তিনি বলেন বাংলার ভূমিপুত্রই হবেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হচ্ছেন তা নির্দিষ্ট করে কিছু বলেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির হাতে পশ্চিমবাংলাকে তুলে দিলে ৫ বছরের সোনার বাংলা গড়ে দেবার আশ্বাস দিলেন তিনি। দলীয় কর্মী-সমর্থকদের মনোবল বাড়িয়ে শা বলেন "৪২-এর মধ্যে ১৮ টি সাংসদ বাংলা থেকে দিল্লিতে গিয়েছে।
এবারের বিধানসভা ভোটে বাংলায় মোট ২৯৪টি আসন। এবারের ভোটে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে।" এদিন বারংবার পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় সমালোচনা করে তোপ দাগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গকে শেষ করে দিচ্ছেন। রামকৃষ্ণ বিবেকানন্দের সোনার বাংলাকে আবার আমরাই ফিরিয়ে দিতে পারি। দেখুন পাঁচ বছরেই কেমন করে পরিবর্তন হয়ে যায় সবকিছু। কেউ আটকাতে পারবে না যতোই আমাদের কর্মীদের সভা করতে বাধা দিক, যতই হেলিকপ্টার নামার অনুমতি না দিক বিধানসভায় আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতব। "

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.