Header Ads

কালীঘাটে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী!

নজরবন্দি ব্যুরো: পূর্ব পরিকল্পনা মতন কলকাতায় এসে কালীঘাটে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুপুরে শহিদ মিনারের সমাবেশ শেষ করে সরাসরি কালীঘাটে পৌঁছে যান তিনি।
নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট আগেই মন্দিরে পৌঁছে যান তিনি।

এদিন সকালে কলকাতা বিমানবন্দরে নেমে সোজা এনএসজির নতুন ক্যাম্পাস উদ্বোধনে যান অমিত শাহ। সেখান থেকে শহিদ মিনারে বিজেপির জনসমাবেশে যোগ দেন তিনি। বক্তব্য রাখার সময় তৃণমূল কংগ্রেসকে একহাত নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এরপর কথা ছিল বিকেল চারটে নাগাদ কালীঘাটে মন্দিরে যাবেন। কিন্তু সেই সময়ের অনেকটা আগেই মন্দিরে ঢুকে যান তিনি। মন্দিরে জবা, পদ্ম ফুলের মালা, শাড়ি নিয়ে হাজির হন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তিনি আরতিও করেন। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.