অমিত শাহ’র সভায় পিস্তল নিয়ে হাজির এক ব্যক্তি , তারপর কি হল?
নজরবন্দি ব্যুরোঃ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় আগ্নেয়াস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ঢুকে পড়তে দেখা গেল। আর তা নিয়ে রীতিমত ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সভা চত্বরে। ওই ব্যক্তি সবার মধ্যে ঢুকতে গেলে প্রথমেই সভায় থাকা স্বেচ্ছাসেবকরা আটকে দেন। ওই ব্যক্তির কাছে পিস্তল আছে জানতে পেরে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন বিজেপির কর্মী-সমর্থকেরা। জানা গিয়েছে যদু নন্দী নামের ওই ব্যক্তি দুর্গাপুরের বাসিন্দা। প্রাক্তন সিআরপিএফ কর্মী বলে নিজেকে পরিচয় দিয়েছেন তিনি। সেইসঙ্গে বিজেপি কর্মী সমর্থক হিসেবে জানিয়েছিলেন স্বেচ্ছাসেবকদের কাছে।
সভায় তিনি কেন পিস্তল নিয়ে এসেছেন তা নিয়ে রীতিমতো ধন্দে পড়ে গেছেন কর্মীসমর্থকরা। ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আজ রবিবার কলকাতা পা রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মহানগরীর বুকে পা রাখার সঙ্গে সঙ্গেই 'গো ব্যাক' স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম কর্মী সমর্থকরা।
যেকোনো রকম বিশৃঙ্খলা ঘটার আশঙ্কা নেই গোটা শহর কলকাতায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। তবে অমিত শার শহীদ মিনারে যোগ দেওয়ার আগেই ধর্মতলাতে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে সিএএ বিরোধী আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। রীতিমত উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এলাকায় বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি আয়ত্তে আনে।
সভায় তিনি কেন পিস্তল নিয়ে এসেছেন তা নিয়ে রীতিমতো ধন্দে পড়ে গেছেন কর্মীসমর্থকরা। ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আজ রবিবার কলকাতা পা রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মহানগরীর বুকে পা রাখার সঙ্গে সঙ্গেই 'গো ব্যাক' স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম কর্মী সমর্থকরা।

No comments