কোয়েলের নতুন ছবি ‘রক্তরহস্য’র প্রথম ঝলক প্রকাশ সামনে এল
নজরবন্দি ব্যুরো :পয়লা মার্চ এ মুক্তি পেল ‘রক্তরহস্য’ এর পোস্টার।এই পোস্টারে দেখা যাচ্ছে কোয়েল কে। এই পোস্টে কোয়েল কে দেখা যাচ্ছে উৎকণ্ঠা, উদ্বেগ রূপে। এর আগে অবশ্য কোয়েল এক সদ্যজাত কে কোলে নিয়ে এই ছবির সামনে এসেছিল।
পরিচালক সৌকর্য ঘোষালের ‘রক্তরহস্য’ ছবি মুক্তি পাবে ১০ এপ্রিল। ছবি নাম ও ছবির পোস্টার দেখেই বোজা যাচ্ছে ছবিটি থ্রিলার। ছবিটির অম্পর্কে যা জানা যাচ্ছে ,এই ছবিটি হল একটি ইমোশনাল মেয়ের জীবন কাহিনী। এই ছবিতে কোয়েলের নাম স্বর্ণজা। তিনি একজন পেশাদার রেডিও জকি।রেডিও তে কাজ করার মাজেই তাঁর একটা অচেনা নম্বরে ফোন আসে। এরপরই বদলে যায় স্বর্ণজার জীবন। কি হয় ?সেটা জন্য অপেক্ষা করতে হবে ১০ এপ্রিল পর্যন্ত।
পরিচালক সৌকর্য ঘোষালের ‘রক্তরহস্য’ ছবি মুক্তি পাবে ১০ এপ্রিল। ছবি নাম ও ছবির পোস্টার দেখেই বোজা যাচ্ছে ছবিটি থ্রিলার। ছবিটির অম্পর্কে যা জানা যাচ্ছে ,এই ছবিটি হল একটি ইমোশনাল মেয়ের জীবন কাহিনী। এই ছবিতে কোয়েলের নাম স্বর্ণজা। তিনি একজন পেশাদার রেডিও জকি।রেডিও তে কাজ করার মাজেই তাঁর একটা অচেনা নম্বরে ফোন আসে। এরপরই বদলে যায় স্বর্ণজার জীবন। কি হয় ?সেটা জন্য অপেক্ষা করতে হবে ১০ এপ্রিল পর্যন্ত।


No comments