সৃজিত-মিথিলার রিসেপশন পার্টিতে বসেছিল চাঁদের হাট
নজরবন্দি ব্যুরো :সৃজিত মুখ্যোপাধ্যায় ও মিথিলা বিয়ে করেছিলেন ৬ ডিসেম্বর ২০১৯ এ। আর তাঁদের রিসেপশন পার্টি হল ২০২০ এর ২৯ সে ফেব্ররুয়ারি শনিবার। এই পার্টি অনুষ্ঠিত হল স্বভূমির রাজকুটিরে।
বিয়ের দিনেও লাল শাড়ি আর রিসেপশানেও লালা শাড়িতে সেজেছিলেন মিথিলা। তাঁর সাথে গয়না। স্ত্রী মিথিলার পোশাকের সাথে মানানসই করে সাদা পাঞ্জাবি আর মেরুন ধুতি পরেছিলেন সৃজিত।তাঁদের রিসেপশনে ছিল মিথিলার মেয়ে আইরা কে।তাঁদের রিসেপশন উপলক্ষে আনা হয়েছিল বিশাল কেক মেয়ে আইরা কে সাথে নিয়ে কেক কাটলেন মিথিলা ও সৃজিত।একে অপরকে কেক ও খাইয়ে দিলেন সৃজিত-মিথিলা। সৃজিত-মিথিলার রিসেপশন পার্টিতে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়,চূর্ণী গঙ্গোপাধ্যায়,অপর্ণা সেন,গার্গী রায়চৌধুরী ও সৌরভ গাঙ্গুলি।
বিয়ের দিনেও লাল শাড়ি আর রিসেপশানেও লালা শাড়িতে সেজেছিলেন মিথিলা। তাঁর সাথে গয়না। স্ত্রী মিথিলার পোশাকের সাথে মানানসই করে সাদা পাঞ্জাবি আর মেরুন ধুতি পরেছিলেন সৃজিত।তাঁদের রিসেপশনে ছিল মিথিলার মেয়ে আইরা কে।তাঁদের রিসেপশন উপলক্ষে আনা হয়েছিল বিশাল কেক মেয়ে আইরা কে সাথে নিয়ে কেক কাটলেন মিথিলা ও সৃজিত।একে অপরকে কেক ও খাইয়ে দিলেন সৃজিত-মিথিলা। সৃজিত-মিথিলার রিসেপশন পার্টিতে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়,চূর্ণী গঙ্গোপাধ্যায়,অপর্ণা সেন,গার্গী রায়চৌধুরী ও সৌরভ গাঙ্গুলি।



No comments