চাপের মুখে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের, সুখবর চাকরি প্রার্থীদের জন্য।
নজরবন্দি ব্যুরো: সামনেই এবারের পুরসভা নির্বাচন। এই নির্বাচন শেষ হলেই হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট-এর। স্কুলশিক্ষা দপ্তর সূত্রে খবর, দ্রুত এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
নিয়োগ প্রক্রিয়াও পুজোর আগেই শেষ করে ফেলার চেষ্টা চলছে। সূত্রের খবর, ১৫ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ হতে পারে। এ বিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগ করার উদ্যোগ নিচ্ছে শিক্ষা দপ্তর। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়ে দেওয়া হবে। কয়েক হাজার শূন্যপদে টেটের মাধ্যমে এই নিয়োগ হবে।
এর আগে রাজ্যে দুই দফায় প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে। কিন্তু একাধিক অভিযোগে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে বছরের পর বছর সময় নষ্ট হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের। সেই সব আইনি জটিলতা কাটিয়ে ফের রাজ্যে প্রাথমিকের টেট হতে চলেছে বলেই স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর।
রাজ্যে শেষ বার প্রাথমিকের টেট নেওয়া হয়েছিল ২০১৫ সালে।
সেই টেট ঘিরে একাধিক বিতর্ক থাকলেও তার ফলাফল ২০১৬ সালে প্রকাশ করা হয়। কিন্তু তারপর থেকে রাজ্যে প্রাথমিকের টেট নেওয়া হয়নি। যদিও ২০১৭ সালের অক্টোবর মাসে টেট নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারিও করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তি অনুযায়ী লক্ষাধিক প্রার্থী আবেদন করে। মূলত প্রাথমিক শিক্ষক নিয়োগের কত শূন্য পদ রয়েছে তার নির্দিষ্ট তথ্য তৈরি না হওয়ায় টেট নেওয়া যায়নি বলেই স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর।
এর আগে রাজ্যে দুই দফায় প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে। কিন্তু একাধিক অভিযোগে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে বছরের পর বছর সময় নষ্ট হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের। সেই সব আইনি জটিলতা কাটিয়ে ফের রাজ্যে প্রাথমিকের টেট হতে চলেছে বলেই স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর।
সাবস্ক্রাইব করুন নজরবন্দি-র ইউটিউব চ্যানেল।

No comments