Header Ads

শহীদ মিনারে অমিত শাহর সভার আগেই দুপক্ষের বিক্ষোভে ধুন্ধুমার ধর্মতলায়

নজরবন্দি ব্যুরোঃ দু'পক্ষের সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল ধর্মতলায়। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে সিএএ বিরোধী বিক্ষোভকারীদের প্রথমে ধস্তাধস্তি শুরু হয়। তারপরই রীতিমতো সংঘর্ষের আকার নেয়। গোটা এলাকায় নিমেষের মধ্যেই ব্যাপক উত্তেজনা ছড়ায়। শহীদ মিনারে অমিত শাহ সভা শুরু হওয়ার কিছুক্ষণ আগেই ধর্মতলার মোড়ে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন সিএএ বিরোধী আন্দোলনকারীরা।
পর্যাপ্ত পরিমাণে পুলিশ জায়গায় জায়গায় মোতায়েন করা হয়েছে। যেকোনো সময় বড়সড় সংঘর্ষ বেঁধে যাওয়ার আশঙ্কায় পুলিশ প্রশাসনকে তৎপর থাকায় নির্দেশ এসেছে। যদিও আগেই বামেরা 'অমিত শাহ গো ব্যাক' স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে মহানগরীর বিভিন্ন জায়গায়। ধর্মতলাতে দু'পক্ষের সংঘর্ষে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বেশ কিছু আন্দোলনকারী।
গোটা এলাকা ঘিরে রেখেছেন বিশাল পুলিশবাহিনী। বিমানবন্দরে অমিত শাহর পা রাখার সঙ্গেসঙ্গেই বাইরে থেকে 'গো ব্যাক' দিতে থাকে বাম কর্মী-সমর্থকরা। সিএএ-এর বিরুদ্ধে লাগাতার স্লোগান দিতে থাকেন তাঁরা। ধর্মতলাতে সিএএ বিরোধী মিছিল ও বিজেপির মিছিল মুখোমুখি চলে আসায় সংঘর্ষ বেধে যায়। 'অমিত শা গো ব্যাক' স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে পাকসার্কাস চত্বরেও। কোথাও এখনও পর্যন্ত তেমন অশান্তি কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.