Header Ads

তৃতীয় বার শোকজ নোটিশ! বন্ধ হতে চলেছে রাজ্যের শতাধিক বিএড কলেজ।

নজরবন্দি ব্যুরোঃ একদিকে যখন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিয়মে পরিবর্তন আনছে রাজ্য সরকার তখনই রাজ্যের ১২টি বিএড কলেজ বন্ধ হচ্ছে! সূত্রের খবর শিক্ষক অপ্রতুলতা এবং পরিকাঠামগত ত্রুটির কারনে এনসিটিই অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রাজ্যের ১২টি বিএড কলেজের অনুমোদন বাতিল করতে চলেছে।
অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন বিভাগ কেও এনসিটিইর ১৭/১ ধারায় নোটিশ ধরানো হয়েছে লাগাতার ৩ বছর। পরপর তিন বার নোটিশ ধরালেও সূত্র জানাচ্ছে এখনও পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন বিভাগের তরফে কোন উত্তর পাওয়া যায়নি।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্যতম ছাত্র সংগঠন ডিএসওর তরফে জানানো হয়েছে, তিন বার নোটিশ পেলেও বিশ্ববিদ্যালয়ের পরিচালন কমিটি ব্যাপারটিকে গুরুত্ব দিচ্ছে না।
 এদিকে কিছুদিনের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে সন্তোষজনক রিপ্লাই না পেলে এনসিটিই বাতিল করতে পারে বিএড পড়ানোর অনুমোদন।কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশাপশি রাজ্যের ১১৩টি কলেজ কে শো কজ নোটিশ ধরানো হয়েছে বলে খবর সূত্রের। এর ফলে রাজ্যের শিক্ষকদের প্রশিক্ষনে প্রশ্নচিহ্ন পড়ে গেল। শিক্ষক পড়ুয়াদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হচ্ছে। অন্যদিকে রাজ্যসরকার ঘোষণা করেছে প্রশিক্ষন বিহীন সিভিক শিক্ষক নিয়োগের। যা নিয়ে ব্যাপক জলঘোলা হচ্ছে বিভিন্ন মহলে।
সিভিক পুলিশের মত সিভিক শিক্ষক! তবে ব্যাপারটা নতুন নয়, বছর খানের আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উদ্যোগ নিয়েছিল সিভিক শিক্ষক নিয়োগের জন্যে কিন্তু শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক বেনিয়মের অভিযোগ এমন মাথাচাড়া দিয়েছিল এবং একাধিক শিক্ষক সংগঠন সিভিক শিক্ষক নিয়োগের বিরুদ্ধে খড়গহস্ত হয়ে ওঠে। তখনকার মত রাজ্য সরকার ব্যাপারটায় ধামাচাপা দেয়। কিন্তু এখন আবার বিজ্ঞপ্তি জারি করে সিভিক শিক্ষক নিয়োগের কর্মকাণ্ড শুরু করেছে রাজ্য সরকার। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.