এবার হিন্দিতে আসছে বাংলার জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ী
নজরবন্দি ব্যুরো :বাংলা জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ী ইতিমধ্যে দর্শকের মনে অনেকটা জায়গা করে নিয়েছে। এবার টলিপাড়ার ধারাবাহিক শ্রীময়ীর আদলে বলিপাড়ার ধারাবাহিকে আস্তে চলেছে 'অনুপমা'।
আসতে চলেছে হিন্দি সিরিয়াল 'অনুপমা'।ষ্টার জলসার হাই টিআরপি সিরিয়াল এবার অনুবাদ হয়ে আসতে চলেছে ষ্টার প্লাসে। অনুপমা সিরিয়ালের প্লট ও অনেকটা শ্রীময়ীর মত। একটি গুজরাতি পরিবারের বধূ হলেন অনুপমা। যিনি একজন গৃহবধূ একজন মা। যার সারাজীবন ঘিরে রয়েছে তাঁর সংসার,স্বামী ও সন্তানরা। কিন্তু তিনি কোনদিনও পরিবারের সদস্যদের কাছ থেকে প্রাপ্য সন্মান পাননি। অনুপমা র চরিত্রে অভিনয় করছেন রূপালি গঙ্গোপাধ্যায়।
আসতে চলেছে হিন্দি সিরিয়াল 'অনুপমা'।ষ্টার জলসার হাই টিআরপি সিরিয়াল এবার অনুবাদ হয়ে আসতে চলেছে ষ্টার প্লাসে। অনুপমা সিরিয়ালের প্লট ও অনেকটা শ্রীময়ীর মত। একটি গুজরাতি পরিবারের বধূ হলেন অনুপমা। যিনি একজন গৃহবধূ একজন মা। যার সারাজীবন ঘিরে রয়েছে তাঁর সংসার,স্বামী ও সন্তানরা। কিন্তু তিনি কোনদিনও পরিবারের সদস্যদের কাছ থেকে প্রাপ্য সন্মান পাননি। অনুপমা র চরিত্রে অভিনয় করছেন রূপালি গঙ্গোপাধ্যায়।

No comments