'সিএএ হবেই' শহীদ মিনারের সভা থেকে হুঁশিয়ারি অমিত শাহ'র
নজরবন্দি ব্যুরোঃ সিএএ হবেই। উদ্বাস্তুদের নাগরিকত্ব আমরা দেবই। কলকাতার শহীদ মিনারের জনসভা থেকে রীতিমত জোরদার কণ্ঠে ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার বুকে একটি কর্মসূচির উদ্বোধন করেন তিনি। কর্মসূচির নাম দেয়া হয়েছে 'আর নয় অন্যায়'। এই কর্মসূচির মাধ্যমে দলীয় কর্মী-সমর্থকদের বাংলার ঘরে ঘরে পৌঁছে যাওয়ার নির্দেশ দিয়েছেন অমিত শাহ।
এদিন সভামঞ্চে থেকে তিনি বলেন "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাখো লাখো মানুষ জনকে নাগরিকত্ব দিতে চাইছেন। মুসলমান ভাই-বোনেরা অযথা আতঙ্কিত হবেন না।আপনাদের কারো নাগরিকত্ব যাবেনা। সিএএ নাগরিকত্ব দেওয়ার জন্য তৈরি হয়েছে। কারো নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার জন্য নয়। প্রতিবেশী দেশগুলো থেকে লক্ষ লক্ষ শরণার্থী এসে বসবাস করছেন।
তাদের নাগরিকত্ব দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। নাগরিকত্ব আমরা দেবই কেউ আটকাতে পারবেনা।" এদিনের সভা মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কড়া ভাষায় আক্রমণ শানান তিনি। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তোপ দাগেন তিনি।
এদিন সভামঞ্চে থেকে তিনি বলেন "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাখো লাখো মানুষ জনকে নাগরিকত্ব দিতে চাইছেন। মুসলমান ভাই-বোনেরা অযথা আতঙ্কিত হবেন না।আপনাদের কারো নাগরিকত্ব যাবেনা। সিএএ নাগরিকত্ব দেওয়ার জন্য তৈরি হয়েছে। কারো নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার জন্য নয়। প্রতিবেশী দেশগুলো থেকে লক্ষ লক্ষ শরণার্থী এসে বসবাস করছেন।

No comments