তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বৃদ্ধি কংগ্রেসের!
নজরবন্দি ব্যুরো: তৃণমূলে ভাঙন। বহরমপুরে তৃণমূল কংগ্রেসের ইউনিয়ন ভেঙে কংগ্রেসে যোগ দিলেন দুই শতাধিক কর্মী। কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তীর হাত ধরে বহু তৃণমূল সমর্থক কংগ্রেসে ফিরলেন।
তাঁদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দিয়ে বলেন, কর্মীরা তাঁদের ভুল বুঝতে পেরেছে। তাই অধীর চৌধুরীর নেতৃত্বে লড়াই করার জন্য কংগ্রেসের ছত্রছায়ায় এসেছেন।
তৃণমূল সমর্থকরা যোগ দেওয়ায় অধীর-গড়ে কংগ্রেসের শক্তিবৃদ্ধি হল বলে মনে করছে কংগ্রেস নেতৃত্ব। এই সমিতি আজ অলাভজনক সংস্থায় পরিণত হয়েছে। কর্মীদের হালও খারাপ। অথচ এই সংস্থা লাভজনক সংস্থা ছিল কয়েকবছর আগেও। তাই পুরনো দিন ফিরিয়ে আনতে ফের তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসের ছত্রছায়ায় এলেন সংস্থার কর্মীরা।
তাঁদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দিয়ে বলেন, কর্মীরা তাঁদের ভুল বুঝতে পেরেছে। তাই অধীর চৌধুরীর নেতৃত্বে লড়াই করার জন্য কংগ্রেসের ছত্রছায়ায় এসেছেন।

No comments