Header Ads

বিহার ভোটে বিজেপির সঙ্গে জোটেই থাকবে জেডিইউ, ২০০ আসনে জেতের ইচ্ছা প্রকাশ নীতিশের

নজরবন্দি ব্যুরোঃ বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমারের জন্মদিন আজ। জন্মদিনে আলাদা কোন অনুষ্ঠান নয় বরং তিনি মেতে উঠেছিলেন বিহার নির্বাচন নিয়ে একাধিক জনসভায়। আজ বিহারের গান্ধী ময়দানে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। বিহার ভোটের একাধিক পদক্ষেপ নিয়ে ঘোষণা করেন নীতীশ। তিনি বলেন বিহার ভোটে বিজেপির সঙ্গে তাঁদের কোনো অসন্তোষ নেই।
বিজেপির সঙ্গে জেডিইউ একসাথে জোটবদ্ধ হয়েই বিহার ভোটযুদ্ধে লড়বে। নীতীশ সাফ জানিয়ে দেন এই জোটের ফলে ভোটে ২০০ আসনে নিশ্চিত জয়লাভ করবেন তাঁরা। বিজেপির সঙ্গে মাঝে আদায়-কাঁচকলায় সম্পর্ক ছিল তাঁর। সেই আবহে সিএএ, এনআরসি নিয়ে বিহার বিধানসভায় বিরোধী বিল পাস হয়। এহেন জটিল সম্পর্কের মাঝেও বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে চলতে চাইছে জেডিইউ। তবে বিহার ভোটে ভোটের ফলাফল কি হয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.