Header Ads

আশা কর্মী নিয়োগ করছে রাজ্য সরকার!

নজরবন্দি ব্যুরো: নিয়োগ নিয়ে বিতর্কের মধ্যে ভাল খবর শোনাল রাজ্য সরকার। পুরসভা নির্বাচনের আগে মহিলাদের চাকরির জন্য বড় সুযোগ। ২০০৫ সালে শুরু হয়েছিল এই প্রকল্পের কাজ। সমাজিক স্বাস্থ্য-কর্মীর (আশা) কাজ যা বাস্তবায়িত হয় ২০১২ সালে। এটি জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের অংশ হিসাবে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক দ্বারা প্রতিষ্ঠিত হয়।
এবার এই রাজ্যের মহিলাদের জন্য তৃণমূল সরকার শোনাল ভাল খবর। মাধ্যমিক পাশ করলেই মিলবে আশা কর্মীর চাকরি। রাজ্যের তরফে চলতি বছরেই 'আশা' কর্মীর পদে নিয়োগ করা হবে।
প্রথমে মালদা জেলার জন্যই এই পদে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।
হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ২০ জন, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে ৮৫ জন, চাঁচল ১ নম্বর ব্লকে ২ জন, চাঁচল ২ নম্বর ব্লকে ১০ জন, রতুয়া ১ নম্বর ব্লকে ১ জন এবং রতুয়া ২ নম্বর ব্লকে ১১ জনকে নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা বিস্তারিত জানতে এবং আবেদন করতে www.malda.nie.in এই ওয়েব সাইটে ক্লিক করতে পারেন। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.