Header Ads

১৭ এপ্রিলের মধ্যে শিক্ষক নিয়োগের বিস্তারিত খবর জানতে পারবেন পরীক্ষার্থীরা!

নজরবন্দি ব্যুরো: বহু বিতর্ক ও আইনি লড়াইয়ের পরে শীর্ষ আদালতের রায়ে রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশন বৈধতা পেয়েছে। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ মাদ্রাসা সার্ভিস কমিশনকে বৈধতা দেয়। আদালতের এই নির্দেশের পরে নিয়োগ নিয়ে উদ্যোগ নিতে আর সেইরকম বাধা নেই কমিশনের।

আদালতের এই নির্দেশের পরে শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু করতে চলেছে কমিশন। মাদ্রাসা সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে শারীর শিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা মে মাসের শেষের দিকে নেওয়া হবে। যে সমস্ত চাকরি প্রার্থী ষষ্ঠ এসএলএসটি-তে এই দুই বিষয়ে আবেদন করেছিলেন, তাঁরা লিখিত পরীক্ষায় সরাসরি বসতে পারবেন।

এই নিয়োগ সম্পর্কিত বিস্তারের তথ্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (www.wbmsc.com) খবর ১৭ এপ্রিলের মধ্যে প্রকাশ করবে কমিশন।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.