Header Ads

বিক্রি হচ্ছে করোনার ওষুধ, তাও আবার বেলেঘাটা আইডির গেটের বাইরে!

নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাসের ওষুধ বিক্রি করতে দেখা গেল এক ব্যাক্তিকে। শুক্রবার এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বেলেঘাটা আইডি হাসপাতালের ইমারজেন্সি গেটের ঠিক বাইরেই। আর এই মহামারীর হাত থেকে রক্ষা পাওয়ার আশা অনেক মানুষ ভির জমিয়েছেন সেই ব্যক্তির কাছে। কে এই ব্যক্তি? আর কি সেই ওষুধ যা করোনা সংক্রমণ থেকে রেহাই দেবে? ঠাকুরপুকুরের বাসিন্দা অরুণ কুমার সাউ। শুক্রবার দুপুরে বেলেঘাটা আইডি হাসপাতালের ইমারজেন্সি গেটের ঠিক বাইরে করোনার ওষুধ বিক্রি করতে দেখা গেল তাকে। অরুণ কুমার সাউ বলছেন, তাঁর কাছে করোনা ভাইরাস আটকানোর যাবতীয় আয়ুর্বেদ ভেষজ ওষুধ রয়েছে। যা খেলে করোনা সংক্রমণ কেনো কোনো ভাইরাসই আপনাকে ছুতে পারবে না। আর এই কথা শুনে আতংকিত মানুষেরা ভির জমালেন তার কাছে। শুধু তাই নয়, বেলেঘাটা আইডি তে করোনা পরিক্ষা করাতে গেছেন এমন মানুষেরাও ভির জমায় সেই জায়গায়। কিন্তু প্রশ্ন উঠছে কি সেই ওষুধ যা করোনাকে দূরে রাখবে? সূত্রের খবর, অরুণ কুমার সাউয়ের ঠাকুরপুকুরে একটি ছোট মুদির দোকান রয়েছে।
মাঝেমধ্যে ট্যাক্সিও চালান তিনি। এবার তিনি করোনার ওষুধ বিক্রি করতে চলে এসেছেন। তাঁর কাছে এই বিষয় জানতে চাওয়ায় তিনি বলেন, ওষুধ হল তুলসি, জাইফল, হরিতকী, বয়রা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচের মতো উপাদান। এগুলি বেঁটে গুঁড়ো করে তারপর গরম জলে ১৫ মিনিট ফুটিয়ে খেলেই কোনও রোগ কাছে ঘেঁষবে না। অনেকে তার কথায় বিশ্বাস করেছেন, তবে অনেকে জানিয়েছেন তারা ডাক্তারদের উপরেই ভরসা রাখতে চান। এই ঘটনায় প্রশ্ন উঠছে প্রশাসনের অপরে। এতো সতর্কতার মাঝেও এমন ঘটনা কি করে ঘটলো। তাও আবার বেলেঘাটা আইডির বাইরে। রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন তিন জন। আর সেই তিন জনই বেলেঘাটা আইডি তে ভর্তি। ঘটনা জানার পরে পুলিশ অরুণ কুমার সাউ কে হাসপাতালের গেটের বাইরে থেকে সরিয়ে দেয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.