এতো গুলো মানুষকে কিভাবে বিপদের মুখে ঠেলে দিতে পারলেন? করোনা আক্রান্ত বলিউড গায়িকা কণিকা কাপুর
নজরবন্দি ব্যুরোঃ লন্ডন থেকে মুম্বাই বিমানবন্দরে যখন নাবেন তখন কোনো রকমের থার্মাল স্ক্রিনিং করাননি। তবে এই কথা মানতে নারাজ করোনা আক্রান্ত বলিউডের গায়িকা কণিকা কাপুর। গায়িকা কণিকা কাপুর দাবি করছেন যখন তিনি মুম্বাই এয়ারপোর্টে নাবেন তখন তাঁর শরীরে কোন রকমের উপসর্গ ছিল না। সেই কারণেই থার্মাল স্ক্রিনিং কিছু ধরা পড়েনি।এবার প্রশ্ন উঠছে সবকিছু জেনে-শুনেও তিনি কিভাবে এরকম অসচেতন মূলক কাজ করলেন? রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে ৯ মার্চ লন্ডন থেকে মুম্বাই ফেরেন গায়িকা কাণিকা কাপুর। তারপর ১১ ই মার্চ তিনি মুম্বাই থেকে যান লখনউ।লখনউতে গিয়ে ১৩,১৪,১৫ মার্চ তিনি পার্টি করেন। ১৩,১৪ মার্চ তিনি তাঁর বন্ধুদের সাথে পার্টি করেন।
তারপর ১৫ ই মার্চ তিনি যে পার্টিতে উপস্থিত ছিল প্রশাসনের একাধিক কর্মকর্তারা।রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজ, দুষ্মন্তসিং, উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী জয় প্রতাপ সিং, নিহারিকা রাজে-সহ একাধিক হাই প্রোফাইল অতিথি সেখানে হাজির ছিল ওই পার্টিতে।পার্টির পর দুষ্মন্ত সিং হাজির হন দিল্লিতে সাংসদের কাজে। রাষ্ট্রপতি রামনাথ গোবিন্দের সাথে দেখা যায় তাঁকে।এর থেকে প্রশ্ন উঠছে কিভাবে তিনি এতগুলো মানুষকে বিপদের মুখে থেলে দিতে পারেন?পরপর তিনদিন পার্টি করেন কণিকা কাপুর। ১৮ মার্চ করোনা উৎসর্গ দেখা দেয় তার শরীরে। তখন তিনি আবার করোনা পরীক্ষা করান। এবং সেই পরীক্ষার ফল পজিটিভ দেখায়। তিন দিনের পার্টিতে কণিকা প্রায় ৩০০ থেকে ৪০০ মানুষের সংস্পর্শে এসেছিলেন। বিমানবন্দরে তথ্য গোপনের জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে উত্তরপ্রদেশের প্রশাসন কিন্তু অন্যদিকে কণিকা বারবার অস্বীকার করছেন তিনি বলেন তিনি কোন তথ্য লুকানোনি।

No comments