অবশেষে করোনা নিয়ে বার্তা কিং খানের, কি বললেন তিনি? দেখে নিন
নজরবন্দি ব্যুরোঃ করোনার জেরে আতঙ্কিত গোটা বিশ্বের মানুষ। বন্ধ স্কুল, কলেজ, সিনেমা হল, নানা অফিস, বাতিল হয়েছে সমস্ত শুটিং, সেলিব্রিটিরা বর্তমানে ঘরবন্দি। তাঁর মধ্যেও তারা সচেতন বার্তা দিয়ে চলেছেন। দীপিকা, অক্ষয় কুমার অনুস্কা শর্মা, বিরাট কোহলি, একের পর এক সেলিব্রিটিরা সচেতন বার্তা দিচ্ছেন দর্শকদের। এবার তাঁদের খাতায় নাম লেখালেন কিং খান শাহরুখ খান। তিনি তার ইনস্টাগ্রামে নিয়ে একটি সচেতন বার্তার ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে শাহরুখ বলেন,করোনা ভাইরাস সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। এইরকম কঠিন পরিস্থিতিতে আমাদের সকলকে একত্রিত হতে হবে।
এই পরিস্থিতিকে আমাদের এক হয়ে হারাতে হবে।মুম্বই পুরনিগম ও কস্তুরবা হাসপাতাল পুরোপুরি লড়াইয়ের জন্য প্রস্তুত। আমি সকলের কাছে আবেদন করছি যতটা সম্ভব বাড়িতে থাকো। আমাদের জীবনের কথা ভেবে চিকিৎসকরা বিমানবন্দরে রয়েছে। আমাদেরও সহযোগিতা করা উচিত।যেখানেই থাকুন আপনারা সুরক্ষিত থাকুন। হাঁচি-কাশির সময় মুখ ঢাকুন। কাউর সর্দি, কাশি হলে তার থেকে দূরত্ব বজায় রাখুন। মনে রাখবেন সুরক্ষিত থাকার জন্য সচেতন হতে হবে সবাইকে। শাহরুখের ভিডিওটি দেখতে হলে নিচের লিংকে ক্লিক করুন।
https://twitter.com/iamsrk/status/1241035848918790144
এই পরিস্থিতিকে আমাদের এক হয়ে হারাতে হবে।মুম্বই পুরনিগম ও কস্তুরবা হাসপাতাল পুরোপুরি লড়াইয়ের জন্য প্রস্তুত। আমি সকলের কাছে আবেদন করছি যতটা সম্ভব বাড়িতে থাকো। আমাদের জীবনের কথা ভেবে চিকিৎসকরা বিমানবন্দরে রয়েছে। আমাদেরও সহযোগিতা করা উচিত।যেখানেই থাকুন আপনারা সুরক্ষিত থাকুন। হাঁচি-কাশির সময় মুখ ঢাকুন। কাউর সর্দি, কাশি হলে তার থেকে দূরত্ব বজায় রাখুন। মনে রাখবেন সুরক্ষিত থাকার জন্য সচেতন হতে হবে সবাইকে। শাহরুখের ভিডিওটি দেখতে হলে নিচের লিংকে ক্লিক করুন।
https://twitter.com/iamsrk/status/1241035848918790144

No comments