Header Ads

পিছিয়ে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষা!

নজরবন্দি ব্যুরো: করোনা নিয়ে আতঙ্কিত গোটা পৃথিবী। তার প্রভাব পড়েছে ভারেতেও। আতঙ্কিত গোটা পশ্চিমবঙ্গের মানুষ। এই মুহূর্তে এই রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত ৩ জন। তাদের চিকিৎসা চলছে।

এইরকম পরিস্থিতির কারণে এবার উচ্চমাধ্যমিকের বাকি থাকা দুটি পরীক্ষা পিছিয়ে দেওয়া হল। বাকি দুই পরীক্ষা অর্থাৎ ২৩ ও ২৫ মার্চ দ্বাদশ শ্রেণীর দুই পরীক্ষা হওয়ার কথা ছিল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিয়েছে, ওই দুটি পরীক্ষা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও কবে এই পরীক্ষা নেওয়া হবে তা এখনও সিদ্ধান্ত হয় নি বলে জানা গিয়েছে। যদিও জানিয়ে দেওয়া হয়েছে ১৫ এপ্রিলের পরে তা জানিয়ে দেওয়া হবে।

উচ্চমাধ্যমিক পরীক্ষা আগেই শুরু হয়েছিল। কর্মসূচী অনুযায়ী ২৩,২৫,২৭ মার্চ তিন দিন তিনটি পরীক্ষা এখনও পর্যন্ত বাকি রয়েছে। সেই আবহে ১৫ এপ্রিল পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার উপর স্থগিতাদেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরাও যাতে কোনভাবে করোনায় আক্রান্ত হয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই রাজ্যের এই উদ্যোগ।
প্রসঙ্গত করোনা মোকাবিলায় দ্রুততার সাথে একাধিক উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রায় প্রত্যেক সুপারস্পেশালিটি হাসপাতালে তৈরি হয়েছে আইসোলেশন ওয়ার্ড। ইতিমধ্যেই রাজ্যের আইসিডিএস সেন্টারগুলির শিশুদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে ছুটি দেওয়া হয়েছে। মাস্ক, স্যানিটাইজারের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাজারদর যাতে ঠিক থাকে সেদিকে নজররাখতে বলা হয়েছে রাজ্যের টাস্কফোর্সকে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.