Header Ads

চাল-আলু বিলি করতে গিয়ে পড়ুয়াদের মধ্যে ছড়াতে পারে সংক্রমন! উদ্ভিঘ্ন শিক্ষক মহল।

নজরবন্দি ব্যুরোঃ আগামীকাল জন কার্ফু জারি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী; বিশ্ব স্বাস্থ সংস্থা বার বার সতর্ক করছে জনসমাগম বা ভিড় এড়াতে এই অবস্থায় রাজ্য সরকার নির্দেশিকা দিয়েছে স্কুল খুলে চাল আর আলু বিলি করার!
এই অর্ডার হাতে পেয়ে উদবেগ প্রকাশ করেছেন শিক্ষকরা। উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েফেয়ার অ্যাসোশিয়েসনের পক্ষে সন্দীপ ঘোষ জানিয়েছেন, ''জরুরী পরিস্থিতিতে যেকোন সময় আমরা প্রাথমিক শিক্ষকরা মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত আছি। তবে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী আগামী রবিবার জনতা কার্ফু এর আবেদন রেখেছেন এবং আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীও পরোক্ষে তা সমর্থন করেছেন, সেখানে এই উদ্বেগজনক পরিস্থিতিতে রবিবার দিন স্কুল খোলা রাখার অর্ডার না দিলেই ভালো হত।
এই প্ৰস্তাবের বিরোধিতা করছি না। কিন্তু পদ্ধতি গত কিছু ত্ৰুটি আছে।"
শিক্ষকদের বক্তব্য,
 ১) আমাদের বেশিরভাগই গ্ৰামের স্কুল তাই আলু-চাল দেওয়ার কথা শুনলেই সকলে এক সাথে চলে আসবে ।তারা সরকারি বিধি নিষেধ মানবে না। ফলে জমায়েত হবেই। যা আমাদের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব না।
২) বেশিৱ ভাগ অভিবাবক সই করতে জানে না বা জানলেও একই পেন বার বার এ হাত ও হাত হবে। তাদের বেশী দূরত্ব বজায় রাখতে বললে ভাববে মাষ্টার আমাদের করোনাতে সন্দেহ করছে।
৩) রোগটি নতুন। কিভাবে ছড়াচ্ছে কেউই ভালো ভাবে জানে না।
৪) অভিভাবকদের সকলের মুখে আশা করি মাস্ক থাকবে না।
৫) গ্ৰামে অনেক বাড়ির মানুষ কাজের তাগিদে ভিনরাজ্যে থাকে। তারা এই কাজের মন্দার সময় ঘরে এসেছে। কার মধ্যে এই করোনা ভাইরাস প্রচ্ছন্নভাবে লুকিয়ে আছে কেউ জানে না। কিন্তু এই জমায়েত এর ফলে অন্য কারো দেহে এই কোরোনা ভাইরাস সংক্রমিত হলে বাড়ির বাচ্চারাও এর থেকে রেহাই পাবে না। এটাই কিন্তু ঘটনা সকলের রোগ প্রতিরোধ ক্ষমতা সমান না।
৬) এখন stage 3। এটা একটা vital সময় রোগ ছড়িয়ে পরার।
৭) অন্ন ও বস্ত্র এর অধিকার সকলের আছে। আমাদের বাচ্চাদের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা কথা আমাদের ভাবতে হবে। এবং সেটা সকল সময়ের জন্য। কোন বিশেষ সময়ের জন্য না। সাথে ওদের স্বাস্থ্যের কথাও ভাবা দরকার বলে মনে করি।
অন্যদিকে পরিসঙ্খ্যান বলছে আগামী দুই সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ। তিনটি দেশ সহ ভারতের পরিসঙ্খ্যান পাশাপাশি দেওয়া হল। দেখুন আক্রান্তের সংখ্যা কিভাবে বৃদ্ধি পেয়েছে...
ইরান
প্রথম সপ্তাহ - ২
দ্বিতীয় সপ্তাহ - ৪৩
তৃতীয় সপ্তাহ - ২৪৫
চতুর্থ সপ্তাহ - ৪৭৫১
পঞ্চম সপ্তাহ -  ১২৭২৯
ফ্রান্স
প্রথম সপ্তাহ - ১২
দ্বিতীয় সপ্তাহ - ১৯১
তৃতীয় সপ্তাহ - ৬৫৩
চতুর্থ সপ্তাহ - ৪৪৯৯
ইতালি
প্রথম সপ্তাহ - ৩
দ্বিতীয় সপ্তাহ - ১৫২
তৃতীয় সপ্তাহ - ১০৩৬
চতুর্থ সপ্তাহ - ৬৩৬২
পঞ্চম সপ্তাহ -  ৪১২৩৪ 
ভারত
প্রথম সপ্তাহ - ৩
দ্বিতীয় সপ্তাহ - ২৪
তৃতীয় সপ্তাহ - ২৫৮
অর্থাৎ পরের দুই সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এই পরিস্থিতে যতটা সম্ভব সতর্ক থাকা যায় ততটাই ভাল।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.