Header Ads

করোনায় মৃতদের দাহর জন্য নয়া উদ্যোগ নিল রাজ্য

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের প্রথম করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর পর দাহ করতে যাওয়ার সময় যে যে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তা কারও অজানা নয়। নিমতলা ঘাট শ্মশানে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রথম পরগনায় মৃত ব্যক্তির দেহ সৎকার করতে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু এলাকার বাসিন্দারা বাধা দেয়। তাদের অভিযোগ ওই ব্যক্তির দেহ পোড়ালে নাকি এলাকার প্রায় সর্বত্র ভাইরাসে ছেয়ে যাবে। সম্পূর্ণ অবৈজ্ঞানিক কথা বলে বিরোধিতা করেছিল এলাকার বাসিন্দারা।
 কিন্তু পরে কোন মতে দাহ করা হয়। এবার থেকে যাতে করোনায় মৃত্যু হলে কোন ব্যক্তিকে দাহ করার ক্ষেএে বড়সড় উদ্যোগ নিল রাজ্য সরকার। এখন থেকে করোনায় আক্রান্ত হয়ে মৃতদের দেহ দাহ করা হবে ধাপায়। ধাপার ডাম্পিং গ্রাউন্ডে যেখানে পুলিশের উদ্যোগে বেওয়ারিশ দেহ পড়ানো হত সেখানেই হবে দাহ। অন্যদিকে মুসলমানদের জন্য বাগমারি কবরস্থানে বিশেষ জায়গা করা হয়েছে দেহ কবরস্থ করার জন্য।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.