Header Ads

করোনা; অনুদান দিন রাজ্যের ফান্ডে! রাজ্যের সব শিক্ষকের কাছে আবেদন শিক্ষক সংগঠনের।

নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে সমগ্র বিশ্ব করোনা ভাইরাসের সংক্রমনের কারণে বিধ্বস্ত। আমাদের দেশ ভারতবর্ষ তথা রাজ্য পশ্চিমবঙ্গ এর ব্যতিক্রম নয়। আমরা এক অভূতপূর্ব সংগ্রামের সামনে উপস্থিত হয়েছি। জরুরী ভিত্তিতে আগামী ১৪ ই এপ্রিল পর্যন্ত সমগ্র দেশে লকডাউন ঘোষণা হয়েছে। জরুরী কালীন পরিষেবার সাথে যুক্ত ব্যক্তিরা ছাড়া আমাদের সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয়া মুখ্যমন্ত্রীর কথা মেনে, নিজেদের স্বার্থেই আমরা এই নির্দেশিকা মেনে চলবো।
কিন্তু এর ফলস্বরূপ এক বিপুলসংখ্যক সাধারণ মানুষকে বিভিন্ন সঙ্কটজনক পরিস্থিতিতে পড়তে হয়েছে। আগামী দিনে এটি বাড়তে পারে। এরূপ পরিস্থিতিতে আমাদের আশু কর্তব্য নিজেদের সাধ্যমত এই সকল মানুষদের পাশে দাঁড়ানো। এই সঙ্কট মোকাবেলায়, বর্তমান রাজ্য সরকার জরুরী ভিত্তিতে একটি এমার্জেন্সি ফান্ড গঠন করেছেন যেখানে সমগ্র রাজ্যবাসীকে আহ্বান জানানো হয়েছে তাদের সাধ্যমত কিছু অনুদান দেওয়ার জন্য। আজ United Teachers’ Welfare Association (UTWA) এর পক্ষ থেকে সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের কাছে আবেদন জানান হয়েছে রাজ্য সরকারের সেই ফান্ডে যেন কিছু অনুদান প্রদান করেন প্রত্যেকে। ইউটিডাব্লুএর পক্ষ থেকে আবেদন করা হয়েছে, "আপনারা সবকিছুর ঊর্ধ্বে উঠে, মানবিক কারণেই, পশ্চিমবঙ্গ সরকারের এমারজেন্সি রিলিফ ফান্ডে আপনাদের সাধ্যমত অনুদান প্রদান করুন।
আসুন, একইসঙ্গে আমরা প্রতিজ্ঞা করি, করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে আমরা সমস্ত বিধি-নিষেধ মেনে চলবো।"
 কোথায় অনুদান প্রদান করবেন :
A/C Name : West Bengal State Emergency Relief Fund Bank : ICICI Branch, Howrah
 A/C: 628005501339 IFSC : ICIC0006280 MICR : 700229010
 বিস্তারিত তথ্য পেতে নিচের লিঙ্ক দেখুন (Memo No : 50-SB(SM)) http://www.wbfin.nic.in/New_Fin/Pages/publication.aspx

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.