Header Ads

সরকারি কর্মচারীদের ডিউটি সিফট কমিয়ে দিল রাজ্য সরকার।

নজরবন্দি ব্যুরো: করোনা আক্রান্তের খোঁজ মিলতেই কড়া সিদ্ধান্তে এবার রাজ্য সরকার। ভিড় এড়ানোর জন্য সরকারি কর্মচারীদের সিফট কমিয়ে দেওয়ার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মচারীদের কাজের সময় ১ ঘন্টা কমিয়ে দেওয়া হল। দশটা পাঁচটা ডিউটি থেকে এক ঘন্টা কমিয়ে চারটের সময় ছুটি হবে কর্মচারীদের। বাসে ট্রেনে ভিড় বাড়ার আগেই যাতে বাড়ি ফিরতে পারেন তার জন্য এমন সিদ্ধান্ত রাজ্য সরকারের। আজ থেকে নতুন শিফট শুরু হবে। রাজ্যে ইতিমধ্যে একজনের শরীরে করোনা ভাইরাসের দেখা মিলেছে। এছাড়া অনেকেই সন্দেহের তালিকায় তাদের সকলকে বেলেঘাটা আইডি হসপিটাল এ রাখা হয়েছে, কিন্তু সব থেকে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্যের প্রথম আক্রান্তের মাকে নিয়ে। তিনি রাজ্য সরকারের পদস্থ আমলা।
 আক্রান্ত যুবক রবিবার লন্ডন থেকে ফেরে, ডাক্তাররা আইসোলেশনের পরামর্শ দিলেন, কিন্তু কোন কথা না শুনে অনেকের সংস্পর্শে আসে সেই যুবক। ছেলেটির মা সোমবার নবান্নে কাজও করেছেন, বৈঠক করেছেন এর ফলে করোনা নিয়ে ভয়ও বেড়েছে। এই প্রসঙ্গে কড়া অবস্থান জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন সরকারি কর্মচারীদের ভিড় এড়িয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরার সুযোগ দিতে চাইছেন সরকার এর জন্য এক ঘন্টা আগে ছুটি হবে এছাড়াও কোন কর্মচারী অসুস্থ হলে তাদের ছুটি নিয়ে সমস্যা হবে না অনলাইনেও ছুটির আবেদন নেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিজিজেস অ্যাক্ট অর্থাৎ মহামারী আইন,১৮৯৭ সালে কার্যকর হয়েছিল,তা জারি করা হল। তিনি আগে থেকেই ১৫ই এপ্রিল অবধি সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন। এছাড়া সিনেমা হল অডিটোরিয়াম, স্টেডিয়ামেও জমায়েত নিষেধাজ্ঞা জারি হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.