Header Ads

করোনা আক্রান্ত সন্দেহে রাজ্যে নতুন করে ৩ জনকে ভর্তি করা হল আইসোলেশন ওয়ার্ডে

নজরবন্দি ব্যুরোঃ করোনায় ত্রস্ত গোটা বাংলা, মঙ্গলবার রাজ্যে প্রথম করোনা আক্রান্তের খবর মেলায় গোটা রাজ্যব্যাপী আতঙ্ক বেড়েছে হুহু করে। আর কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে নিত্যদিন নতুন করে করণা আক্রান্ত সন্দেহে ভর্তি করা হচ্ছে। এই আবহে বুধবার নতুন করে রাজ্যের আরও তিনজনকে করণা আক্রান্ত সন্দেহে হাসপাতলে ভর্তি করা হল। কলকাতা বেলেঘাটা আইডি হাসপাতালে জরুরী ভিত্তিতে আইসোলেশন ব্যবস্থা থাকায় দুই ডাক্তারি পড়ুয়ার ভর্তি করা সম্ভব হয়নি। পরে তাঁদেরকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রেখে পর্যবেক্ষণ শুরু হয়। তাদের রক্ত ও লালারসে নমুনা নিয়ে ইতিমধ্যেই করোনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
অন্যদিকে আরেক ব্যক্তি বিদেশ থেকে এসেছেন। তাঁকে করণা আক্রান্ত সন্দেহে আরজিকর মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তাঁরও রক্তের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এই নিয়ে রাজ্যে মোট ২৭ জনকে করনা আক্রান্ত সন্দেহে একাধিক হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আজ যার ফলে গোটা রাজ্যেই আতঙ্ক আরো বাড়ছে। ২৪ ঘন্টার ব্যবধানে নতুন করে করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি করায় কপালে চিন্তার ভাঁজ রাজ্যবাসীর। এহেন পরিস্থিতিতে তাদের রিপোর্ট আসার অপেক্ষায় উৎকণ্ঠায় প্রহর গুনছেন সবাই।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.