করোনা আবহে তাঁদের প্রতি বিমাতৃসুলভ আচরন রাজ্য সরকারের! অভিযোগ সরকারি কর্মীদের।
নজরবন্দি ব্যুরোঃ করোনা আক্রান্তের খোঁজ মিলতেই কড়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ভিড় এড়ানোর জন্য সরকারি কর্মচারীদের সিফট কমিয়ে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মচারীদের কাজের সময় ১ ঘন্টা কমিয়ে দেওয়া হয়েছে। দশটা পাঁচটা ডিউটি থেকে এক ঘন্টা কমিয়ে আজ থেকে বেলা চারটের সময় ছুটি হবে কর্মচারীদের।
বাসে ট্রেনে ভিড় বাড়ার আগেই যাতে বাড়ি ফিরতে পারেন তার জন্যই এমন সিদ্ধান্ত রাজ্য সরকারের। আজ থেকেই নতুন শিফট শুরু হচ্ছে। কিন্তু রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানানোর বদলে সমালোচনা করেছেন রাজ্যের সরকারি কর্মীরা, তাঁরা অত্যন্ত ক্ষুব্ধ।
INTUE র নেতা মলয় মুখোপাধ্যায় তীব্র সমালোচনা করেছেন সরকারি সিদ্ধান্তের। তাঁর কথায়, "কর্মীদের মাস্ক দেওয়ার উদ্দ্যোগ নেই। স্যানিটাইজারের কোনও ব্যবস্থা নেই। অফিস গুলিতে বায়োমেট্রিক ব্যবস্থা এখনও বন্ধ হয়নি। অথচ আজ থেকে করোনা ভাইরাস ঠেঁকাতে সরকারী দপ্তরগুলি বিকেল ৪ টে ছুটি ঘোষনা করা হয়ে গেল!" এটা কেমন সিদ্ধান্ত? মলয় বাবুর ক্ষোভ, "আজ থেকে সরকারি দফতর বিকেল ৪টে তে ছুটি কিন্তু এই দেড় ঘণ্টা সময়টা কর্মীদের মধ্যে দুভাগে ভাগ করে দিলে বেশি ভাল হত। কারন নির্দিষ্ট সময়ে অফিস আসতে হতে সেই কর্মীদের বাসে ট্রেনে বাদুড় ঝোলা হয়েই আসতে হবে।"
প্রসঙ্গত কেন্দ্র ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বায়মেট্রিক বন্ধ করেছে।
রাজ্য সরকরি কর্মীদের মধ্যে জরুরি পরিষেবায় যারা যুক্ত তাঁরা সবথেকে বেশি সমালোচনা করেছেন সরকারি এই উদ্যোগের।
বাসে ট্রেনে ভিড় বাড়ার আগেই যাতে বাড়ি ফিরতে পারেন তার জন্যই এমন সিদ্ধান্ত রাজ্য সরকারের। আজ থেকেই নতুন শিফট শুরু হচ্ছে। কিন্তু রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানানোর বদলে সমালোচনা করেছেন রাজ্যের সরকারি কর্মীরা, তাঁরা অত্যন্ত ক্ষুব্ধ।
প্রসঙ্গত কেন্দ্র ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বায়মেট্রিক বন্ধ করেছে।
রাজ্য সরকরি কর্মীদের মধ্যে জরুরি পরিষেবায় যারা যুক্ত তাঁরা সবথেকে বেশি সমালোচনা করেছেন সরকারি এই উদ্যোগের।

No comments