রাজ্যসভায় শপথ নিলেন রঞ্জন গগৈ, প্রতিবাদে ওয়ার্কআউট বিরোধীদের
নজরবন্দি ব্যুরোঃ তুমুল বিরোধিতা ও হইহট্টগোলের মধ্যে বৃহস্পতিবার রাজ্যসভার সাংসদ পদে শপথ গ্রহণ করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তাঁর শপথ গ্রহণকে ঘিরে উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা। রঞ্জন গগৈকে রাজ্যসভার সাংসদ করার প্রতিবাদে কংগ্রেস সহ একাধিক বিরোধীদলের নেতা নেত্রীরা তুমুল বিরোধিতা করতে থাকেন। প্রতিবাদে রাজ্যসভায় ওয়ার্কআউটের ডাক দেয় কংগ্রেস ও বহুজন সমাজবাদী পার্টি। তুমুল সমালোচনা করে ডিএমকে ও বাম নেতৃত্ব।
সোমবার রাজ্যসভার সাংসদ পদে তাঁর নাম প্রস্তাব করেছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতির সিদ্ধান্তে সম্মতি জানিয়ে বৃহস্পতিবার শপথ নিলেন গগৈ। বিতর্কিত অযোধ্যা মামলার চূড়ান্ত রায়দান করেছিলেন রঞ্জন গগৈ।
গত বছরের নভেম্বরে প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিয়েছিলেন তিনি। আর তাঁর অবসর নেওয়ার পর রাজনীতিতে প্রবেশ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। এবার সাংসদ পদে রাজ্যসভায় পা রাখলেন তিনি। তবে বিরোধীদের অভিযোগ শীর্ষ আদালতের প্রধান বিচারপতি পদে থাকাকালীন ভারত সরকারের একাধিক সুবিধা পাইয়ে দিয়েছিলেন তিনি আর তার পুরস্কার স্বরূপ তাঁকে সাংসদ করা হয়েছে। তবে বিরোধীদের করা সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। এই প্রসঙ্গেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন 'সরকারের সিদ্ধান্তে তিনি রাজি হয়েছেন মাত্র। এর বাইরে অন্য কোন ব্যাপার নেই'। সে যাই হোক রঞ্জন গগৈয়ের রাজ্যসভার সাংসদ হসাবে শপথ নেওয়ায় জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

No comments