Header Ads

শিক্ষক নিয়োগের পরীক্ষাতে নয়া নিয়ম, বিজ্ঞপ্তি প্রকাশ করল SSC , লিখিত পরীক্ষার উপর বাড়তি গুরুত্ব

নজরবন্দি ব্যুরো: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে আছে একের পর এক অভিযোগ। আইনি জালে জড়িয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। সেই জট সরিয়ে কবে আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ হবে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে পরীক্ষার্থীদের কাছে। এই বিতর্কের মধ্যে ফের শিক্ষক নিয়োগ হতে পারে, এমন খবর পাওয়া গিয়েছে।

আর এই আবহাওয়ায়ে শিক্ষক নিয়োগ নিয়ে নতুন কিছু নিয়ম সংযোজিত হতে চলেছে বলে খবর পাওয়া গিয়েছে।
 SSC-র নতুন নিয়মের বিজ্ঞপ্তি প্রকাশ হল।
সাবস্ক্রাইব করুন নজরবন্দি-র ইউটিউব চ্যানেল 
এবার থেকে আর মৌখিক নয়, শুধুমাত্র লিখিত পরীক্ষার ফলাফল দেখেই নিয়োগ করবে কমিশন। উঠে যাচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের রেজাল্টের জন্য বরাদ্দ নম্বরও। প্রত্যেক হবু শিক্ষককে দুটো করে লিখিত পরীক্ষা দিতে হবে। একটা টেট বা প্রিলিমিনারি টেস্ট, অন্যটা বিষয়ের ওপর পরীক্ষা। এই দুইয়ের ভিত্তিতেই বেরোবে মেরিট লিস্ট। গতকাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে বলে জানা গিয়েছে।
এবার কি কি পরিবর্তন আসছে শিক্ষক নিয়োগের পরীক্ষার ক্ষেত্রে? দেখে নিন এক নজরে।
১. এবার থেকে মোট ৩০০ নম্বরের পরীক্ষা দিতে হবে।
২. নিয়োগ হবে লিখিত পরীক্ষার ভিত্তিতে, এ ক্ষেত্রে মৌখিক পরীক্ষা থাকছে না।
৩.  প্রথমে ১০০ নম্বরের টেট বা প্রাইমারি টেস্ট, পরে ২০০ নম্বরের আরও একটা লিখিত পরীক্ষা হবে।
৪.  টেট বা প্রাইমারি টেস্টে পাশ করলে তবেই বাকি ২০০ নম্বরের পরীক্ষার খাতা দেখা হবে।
৫.  এই দুই লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে।
৬. এর ফলে নিয়োগের সময় কমবে ও গোটা নিয়োগ প্রক্রিয়া ৬-৭ মাসের মধ্যেই শেষ করা যাবে বলে আশা করা হচ্ছে।
৭. এবার থেকে মোট পাঁচটি গ্রুপ করা হবে। একজন পরীক্ষার্থীর যোগ্যতা থাকলে  তিনি সব গ্রুপের জন্যই আবেদন করতে পারবেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.