গান গাইতে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়েন গায়ক জুবিন গর্গ
নজরবন্দি ব্যুরো :গুয়াহাটির টাউন ক্লাবে একটি গানের অনুষ্ঠানে গান গাইতে গিয়ে আচমকা অসুস্থ হবে পড়েন গায়ক জুবিন গর্গ। তাঁর এইঅবস্থা দেখে অনুষ্ঠানের উদ্যোক্তারা তাঁকে নিকটবর্তী নেমকেয়ার হাসপাতালে নিয়ে যায়।
তাঁর চিকিৎসার জন্য ১২ জন সদস্যের এক মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে হাসপাতালে। বর্তনামে সুস্থ আছেন জুবিন।প্রথমে তাঁকে আইসিইউতে রাখা হয় তারপর সুস্থবোধ করলে তাঁকে জেনারেল বেড়ে দেওয়া হয়। তাঁর অসুস্থতার কথা শুনে নেমকেয়ার হাসপাতালের সামনে ভিড় জমান তাঁর ভক্তরা। জাক্তারা জানিয়েছেন বেশ কিছু দিন জুবিন কে থাকতে হবে ডায়েটে আর নিতে হবে বিশ্ৰাম।
তাঁর চিকিৎসার জন্য ১২ জন সদস্যের এক মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে হাসপাতালে। বর্তনামে সুস্থ আছেন জুবিন।প্রথমে তাঁকে আইসিইউতে রাখা হয় তারপর সুস্থবোধ করলে তাঁকে জেনারেল বেড়ে দেওয়া হয়। তাঁর অসুস্থতার কথা শুনে নেমকেয়ার হাসপাতালের সামনে ভিড় জমান তাঁর ভক্তরা। জাক্তারা জানিয়েছেন বেশ কিছু দিন জুবিন কে থাকতে হবে ডায়েটে আর নিতে হবে বিশ্ৰাম।

No comments