Header Ads

শেষ মুহূর্তের গোলে চার্চিলের বিরুদ্ধে ড্র করে মান রক্ষ্যা লাল-হলুদ বাহিনীর।

নজরবন্দি ব্যুরোঃ অবনমনের আতঙ্ক থেকে বেরিয়ে এসেছিল আগেই। এরপর গত দু'ম্যাচে জয়ের ধারাবাহিকতা দেখাতে পারলে লিগ টেবিলে এদিন দু'য়ে উঠে আসতে পারত মারিও রিভেরার ছেলেরা। কিন্তু হল না। যুবভারতীতে হোম ম্যাচে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ড্র করে বসল ইস্টবেঙ্গল। পুরো খেলা জুড়েই বারবার ইস্টবেঙ্গলের রক্ষণের দুর্বলতা প্রকাশ্যে এসেছে। ১০ মিনিটেই উইলিস প্লাজার গোলে চার্চিল এগিয়ে যায়। ৭০ মিনিটে ইস্টবেঙ্গলের ক্রোমার একটি গোল অফসাইডের জন্য বাতিল হয়।
খেলার অন্তিম মুহূর্তে ইস্টবেঙ্গলের কোলাদোর পেনাল্টি প্রথমে চার্চিলের গোলরক্ষক কিথান আটকে দিলেও ফিরতি বলে গোল করেন কোলাদো। চার্চিলের বিরুদ্ধে এদিন কার্ড সমস্যায় ছিলেন না ইস্টবেঙ্গলের কাশিম আইদারা। তবে শুরু থেকে ভিক্টর পেরেজকে মাঠে নামান ইস্টবেঙ্গল কোচ মারিও রিভেরা। ক্রোমাকে অবশ্য বেঞ্চে রেখেই প্রথম একাদশ সাজিয়ে ছিলেন তিনি।১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৪ নম্বরে ইস্টবেঙ্গল। অন্যদিকে ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে চার্চিল ব্রাদার্স।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.