ছবি তুলছিল ফটোগ্রাফার,ধাক্কা দিল বরুণ ধওয়নের গাড়ি,ভিডিও ভাইরাল
নজরবন্দি ব্যুরো :বলি অভিনেতা বরুণ ধাওয়ানের ছবি তুলতে গিয়ে এক ক্যামেরা পারসনের পায়ের ওপর দিয়ে চলে গেল বারুণের গাড়ি।আসল ঘটনা হল বৃহস্পতিবার প্রেমিকা নাতাশা কে নিয়ে পরিচালক শশাঙ্ক খৈতানের জন্মদিনে যাচ্ছিলেন বরুণ।
শশাঙ্কের বাড়িতে ঢোকার মুখেই তাঁর গাড়িকে ঘিরে ধরে ক্যামেরা পারসেনরা।ভিড়ের মধ্যেই বরুণের ড্রাইভার অসাবধানতায় ঘটিয়ে ফেলে ঘটনা। ব্যক্তিটির চিৎকার শুনেই গাড়ি থেকে নামেন বরুণ। খোঁজ নেন তিনি ঠিক আছেন কি না। বড়ো দুর্ঘটনা হয় নি কিন্তু হতেই পারতো। এই কারণে মিডিয়ার ওপর রেগেও যায় বরুণ। রেগে গিয়ে তিনি বলেন কবে তোমাদের ছবি নিতে দিইনি আমি তাহলে এটি তাড়াহুড়ো কেন করো তোমরা। যা তোমরা চাও তাই আমি করি তারপর ও কেন ?গাড়ি থেকে নেমে আহতের খোঁজ নেওয়াতে বারুণে ভক্তরা খুব খুশি। বারুণের এই ভিডিও দেখতে হলে নিচে লিঙ্কটিতে ক্লিক করুন।
https://www.instagram.com/p/B9GqLjVnd1A/?utm_source=ig_embed
শশাঙ্কের বাড়িতে ঢোকার মুখেই তাঁর গাড়িকে ঘিরে ধরে ক্যামেরা পারসেনরা।ভিড়ের মধ্যেই বরুণের ড্রাইভার অসাবধানতায় ঘটিয়ে ফেলে ঘটনা। ব্যক্তিটির চিৎকার শুনেই গাড়ি থেকে নামেন বরুণ। খোঁজ নেন তিনি ঠিক আছেন কি না। বড়ো দুর্ঘটনা হয় নি কিন্তু হতেই পারতো। এই কারণে মিডিয়ার ওপর রেগেও যায় বরুণ। রেগে গিয়ে তিনি বলেন কবে তোমাদের ছবি নিতে দিইনি আমি তাহলে এটি তাড়াহুড়ো কেন করো তোমরা। যা তোমরা চাও তাই আমি করি তারপর ও কেন ?গাড়ি থেকে নেমে আহতের খোঁজ নেওয়াতে বারুণে ভক্তরা খুব খুশি। বারুণের এই ভিডিও দেখতে হলে নিচে লিঙ্কটিতে ক্লিক করুন।
https://www.instagram.com/p/B9GqLjVnd1A/?utm_source=ig_embed

No comments