নজরবন্দি ব্যুরোঃ ক্রমশ প্রকট হচ্ছে ভারতে করোনা বিপর্যয়ের ছবি। দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩৭!যার মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৩০০ জন কে। আজ সকালে করোনার গ্রাসে চলে গেলেন আরও একজন। এই নিয়ে করোনার থাবায় পঞ্চম ভারতীয়র মৃত্যু হল, দেশে মৃতের সংখ্যা বেড়ে ৬। এদিন মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের এক বাসিন্দার। তাঁর বয়েস ৫৭।
বাইরের দেশ ঘুরে আসা মানুষের থেকে থেকেই দেশে ছড়িয়েছে করোনা। কিন্তু ইতিমধ্যেই বিদেশ সংযোগহীন ২ জন আক্রান্ত হয়েছে! দেশ উজাড় হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় একাধিক কর্মসূচী ঘোষনা করেছেন, নিজে সামনে দাঁড়িয়ে করোনা মোকাবিলায় নেতৃত্ব দিচ্ছেন। রাজ্যের ডাক্তার, নার্স এবং স্বাস্থ কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন।
জনগন কে সরকারের তরফে বারংবার সতর্ক করা হচ্ছে বাড়ির বাইরে না বেরতে।
জন কার্ফু ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী, সকাল থেকেই দেশের সর্বত্র রাস্তা ঘাট শুনশান। খুব প্রয়োজন ছাড়া মানুষজন বেরোচ্ছেন না রাস্তায়। অন্যদিকে মমতা বন্দোপাধ্যায় সকাল
থেকে রাজ্যের দূরপাল্লার বাস, ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত সহ শপিং মল, ক্লাব, পার্ক, সিনেমা হল ইত্যাদি বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছেন।
No comments