Header Ads

প্রধানমন্ত্রীর জনতা কার্ফু-র ডাক কে সমর্থন করে দাদার আবেদন দেশবাসীকে

নজরবন্দি ব্যুরোঃ করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী রবিবার জনতা কার্ফু-র ডাক দিয়েছেন। ২২ মার্চ সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত নিজেদের ঘরবন্দি করে রাখার জন্য দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন মোদি।এবার সেই আবেদনে সারা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদা তাঁর সোশ্যাল মিডিয়ার পোস্টে লেখেন ইতিহাসে প্রথমবার সমগ্র বিশ্ব আজ বিপদের মুখে। করোনার বিরুদ্ধে ভারত লড়াই করছে। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে 22 শে মার্চ সকাল সাতটা থেকে জনতা কার্ফু পালন করুন।
সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। তাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন।ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। চিকিত্স ক ও বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে ভিড় এড়িয়ে চলা ও নিজেদের বিশেষ প্রয়োজন না হলে ঘরবন্দি করে রাখাই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের সেরা পথ। মোদির 'জনতা কার্ফু' উদ্যোগের প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-ও।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.