গুজব ছড়ান হচ্ছে; খোলামেলা ঘোরার অভিযোগ ওড়ালেন অভিষেক
নজরবন্দি ব্যুরো: গত ১৮ মার্চ লন্ডন থেকে কলকাতায় ফেরেন বর্ষীয়ান অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। দেশে ফেরার পর থেকেই অভিষেক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নানান অভিযোগ উঠতে থাকে। অভিযোগ ওঠে, বিদেশ থেকে ফিরেও কোয়ারেন্টাইনে যাননি অভিনেতা। উল্টে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন।
অভিষেকের মত একজন বড় মাপের অভিনেতা কীভাবে এই ধরনের কাজ করতে পারেন, তা নিয়ে চর্চাও শুরু হয়ে যায় গোটা রাজ্যে। বিদেশ থেকে ফিরে কী করছেন, এবার সমালোচনার জবাব দিলেন অভিনেতা।
শনিবার একটি ভিডিও শেয়ার হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে অভিষেক চট্টোপাধ্যায় দাবি-করেন, ১৮ মার্চ লন্ডন থেকে দুবাই হয়ে কলকাতায় ফেরার পর তাঁর সমস্ত ধরনের পরীক্ষা করা হয়েছে। ওই পরীক্ষায় তাঁর শরীরে কোনও ভাইরাসের সংক্রমণের লক্ষণ ধরা পড়েনি। তা সত্ত্বেও কলকাতায় ফিরে তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। নিজের স্ত্রী এবং মেয়ের সঙ্গে একেবারে ঘর বন্দি রয়েছেন বলেও জানান অভিষেক। ৩১ মার্চ পর্যন্ত স্ত্রী এবং মেয়ের সঙ্গে তিনি ঘরের মধ্যেই থাকবেন বলেও জানান অভিষেক।
অভিষেকের মত একজন বড় মাপের অভিনেতা কীভাবে এই ধরনের কাজ করতে পারেন, তা নিয়ে চর্চাও শুরু হয়ে যায় গোটা রাজ্যে। বিদেশ থেকে ফিরে কী করছেন, এবার সমালোচনার জবাব দিলেন অভিনেতা।

No comments