Header Ads

কার জন্য পর্ন জগৎ ছেড়েছিলেন সানি? বললেন তিনি নিজেই

নজরবন্দি ব্যুরোঃ সানি লিওনি এমন একটা নাম যাকে চেনেনা এমন লোকের সংখ্যা খুব কম।১৮ থেকে ৮০ সবাই তাকে চেনে।তার পরিচয় আমাদের কাছে তিনি হলেন পর্ন জগৎ এর অভিনেত্রী আর বলিউডের অভিনেত্রী।কিন্তু সানি পর্ন দুনিয়ায় চলে তো এসেছিলেন কিন্তু কেন ছেরেদিলেন সেই দুনিয়া জানেন? আসুন আজ আপনাদের জানিয়ে দি কেন তিনি তার জিবনের এত বড় সিদ্ধান্ত নিলেন।তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারের সাথে দেখা করার পরই বদলে যায় সানির পুরো জীবন।একদিন সানি তাঁর এক বান্ধবী সাথে দেখা করতে যায় সেই সময়ে তার প্রথম দেখা ড্যানিয়েল এর সাথে।এই সাক্ষাৎকার হয়েছিল একটি রেস্টুরেন্টে।
ড্যানিয়েলের আবার কিন্তু সানিকে প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছিল। তারপর থেকে সানি যখনই রেস্টুরেন্টে যেতে তার উদ্দেশ্যে কেউ একটি করে ফুলের তোড়া রেখে দিয়ে যেত।আর সেই ফুলের তোড়া গোপনে দিতেন ড্যানিয়েল।এবং সানির মায়ের মৃত্যুর পর সানি প্রচন্ডই একা হয়ে পড়েন। সেই সময় সানির পাশে দাঁড়িয়েছিলেন ড্যানিয়েল। সানি সেই মুহুর্তে ঠিক করে ফেলেছিলেন ড্যানিয়েলের মতো ভালো জীবনসঙ্গী তিনি আর কোনদিনও পাবেন না।সানি তার একটি সাক্ষাৎকারে বলেন, আমি একজন পর্নস্টার কিন্তু দেয়নি আর কোনদিনও আমায় জীবনসঙ্গী করতে আপত্তি করেনি।তিন বছরের সম্পর্কের পর তারা একে অপরকে বিয়ে করে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.