Header Ads

WHO ব্যার্থ করোনা মোকাবিলায়; জি ২০ তে ঝোড়ো ইনিংস মোদির! #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ করোনায় থাবায় আতঙ্কিত বিশ্ব; কিছুতেই রোখা যাচ্ছে না এই অতিমারী। আজ তাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে জি ২০ ভুক্ত দেশগুলি আলোচনায় বসে। সেখানে সিদ্ধান্ত হয় করোনার বিরুদ্ধে সব দেশ একজোট হয়ে লড়বে। এই করোনার প্রভাবে যে বিপুল অর্থনৈতিক সংকট তৈরী হবে তা মোকাবিলার জন্যে অর্থসাহায্য করবে জি ২০! সেই অর্থের পরিমান ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। মূলত অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বক্তব্যেই শিলমোহর দেন বাকি দেশের রাষ্ট্রপ্রধান রা। তিনি বলেন, এই অতিমারীর মূল্য চোকাতে হবে অর্থনীতিকে। আর এই অর্থনিতীকে আবার শক্তিশালী করতে দরকার পরিপূর্ণ পরিকল্পনা। তিনি বলেন WHO-র সংষ্কার দরকার। করোনার মত ভাইরাস কে রুখে দেওয়ার মত কোন পরিকল্পনাই ছিলনা হু-র! তাই WHO-র ক্ষমতা আর অর্থবল বৃদ্ধি করতে হবে, সংষ্কার করতে হবে বিশ্ব স্বাস্থ সংস্থা কে। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন করোনার মত ভাইরাস আক্রমণ করতে পারে একথা আন্দাজ করে প্রতিষেধক আবিষ্কার বা সতর্কতা কোনটাই সফল ভাবে পারেনি বিশ্ব স্বাস্থ সংস্থা। এদিনের কনফারেন্সে উপস্থিত ছিলেন জি ২০ অন্তর্ভুক্ত প্রায় সব দেশের রাষ্ট্রপ্রধান।
কার্যত স্ট্রেট ব্যাটে খেলে মোদি বোঝান ভারত কারও থেকে কম যায়না!
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.