Header Ads

১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে কমিটি,করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ উদ্যোগ মুখ্যমন্ত্রীর।

নজরবন্দি ব্যুরোঃ  করোনা আবহে আবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কমিটি করোনা আক্রান্তদের জন্যে ২৪ ঘন্টা কাজ করবে বলে জানা গেছে। এদিকে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করার পর এবার সবজি বাজারে সারপ্রাইজ ভিজিটে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন পুলিশ কমিশনার অনুজ শর্মাকে সঙ্গে নিয়ে পোস্তা বাজারে যান  মমতা বন্দ্যোপাধ্যায়। পাইকারি সবজি বাজার খোলা রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি সবজি বিক্রেতাদের জন্য বিশেষ পাসের ব্যবস্থা করার কথাও জানিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন সবজি বাজারে নির্দিষ্ট দূরত্ব মেপে এঁকে দেন লক্ষন রেখা।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির মোকাবিলায় একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। করোনার চিকিৎসার জন্য প্রথমে রাজ্য সরকার কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালকেই কেন্দ্রবিন্দু হিসেবে তৈরি করেছিল। তবে পরবর্তীকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জানিয়েছিলেন বেলেঘাটা আইডির তুলনায় কলকাতা মেডিকেল কলেজের পরিকাঠামো ভালো হওয়ায় এখন থেকে সেখানেই হবে করোনার চিকিৎসা। সেদিকে লক্ষ্য রেখে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন হল শুধু একটা হাসপাতালেই কি কাজ হবে! সেই কথা মাথায় রেখে বিকল্প আরেকটি হাসপাতালের নাম প্রস্তাব করল রাজ্যের স্বাস্থ্য ভবন। করোনা পরিস্থিতির শুরুতে রাজ্য সরকার নিউটাউনের চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করেছিল।
 এবার থেকে নিউটাউনের চিত্তরঞ্জন ক্যান্সার ইন্সটিটিউটকেই দ্বিতীয় করোনা চিকিৎসার কেন্দ্র হিসেবে তৈরি করবে রাজ্য। আপাতত এই ইনস্টিটিউটে ৫০০ শয্যা বিশিষ্ট চিকিৎসাকেন্দ্র তৈরি করা হচ্ছে। আর কলকাতা মেডিকেল কলেজের ইতিমধ্যেই ৩০০শয্যা বিশিষ্ট সেন্টার তৈরি করেছে রাজ্য। রাজ্যের মধ্যে দ্বিতীয় করোনা চিকিৎসাকেন্দ্র নিউটাউন চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটের জন্য সুপার নিয়োগের পাশাপাশি ৩০ জন নার্স, ২ জন টেকনিশিয়ান, চিকিৎসক, একজন নার্সিং সুপার এবং দুজন ডেপুটি নার্সিং সুপার-সহ ৫০জনকে নিয়োগ করা হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। ফলে আমাদের রাজ্যে ও যদি করো না ভয়াবহ আকার ধারণ করে সে ক্ষেত্রে রোগীদের নিরাময় করা দ্রুততার সাথে সম্ভব হবে বলে মনে করছে রাজ্যে স্বাস্থ্য ভবন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.