১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে কমিটি,করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ উদ্যোগ মুখ্যমন্ত্রীর।
এদিন পুলিশ কমিশনার অনুজ শর্মাকে সঙ্গে নিয়ে পোস্তা বাজারে যান মমতা বন্দ্যোপাধ্যায়। পাইকারি সবজি বাজার খোলা রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি সবজি বিক্রেতাদের জন্য বিশেষ পাসের ব্যবস্থা করার কথাও জানিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন সবজি বাজারে নির্দিষ্ট দূরত্ব মেপে এঁকে দেন লক্ষন রেখা।
উল্লেখ্য, করোনা পরিস্থিতির মোকাবিলায় একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। করোনার চিকিৎসার জন্য প্রথমে রাজ্য সরকার কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালকেই কেন্দ্রবিন্দু হিসেবে তৈরি করেছিল। তবে পরবর্তীকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জানিয়েছিলেন বেলেঘাটা আইডির তুলনায় কলকাতা মেডিকেল কলেজের পরিকাঠামো ভালো হওয়ায় এখন থেকে সেখানেই হবে করোনার চিকিৎসা। সেদিকে লক্ষ্য রেখে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন হল শুধু একটা হাসপাতালেই কি কাজ হবে! সেই কথা মাথায় রেখে বিকল্প আরেকটি হাসপাতালের নাম প্রস্তাব করল রাজ্যের স্বাস্থ্য ভবন। করোনা পরিস্থিতির শুরুতে রাজ্য সরকার নিউটাউনের চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করেছিল।

No comments