Header Ads

করোনার মোকাবিলা প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর টিপস দিলেন তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী, দেখে নিন ভিডিও

নজরবন্দি ব্যুরোঃকরোনার জেরে গোটা বিশ্ব বর্তমানে আতঙ্কিত। তারই মধ্যে প্রধানমন্ত্রীর ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছেন।সেই কারণে সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই ঘরবন্দি।অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী এই অবস্থায় কিছুদিন আগেই ফিরেছেন লন্ডন থেকে।সেই কারণে মিমি এখন হোম কোয়ারেন্টাইনে।সারাদিন তিনি কি করছেন এবং সকল মানুষকে সচেতন বার্তা দিয়ে চলেছেন মিমি ভিডিওর মাধ্যমে।চিকিৎসকরা বলেছেন করোনার সাথে যুদ্ধ করার জন্য শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে।সেই কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর টিপস দিলেন সাংসদ অভিনেত্রী মিমি।হোম কোয়ারেন্টাইন এ থাকার জন্য বাড়ির বারান্দায় বসেই চা করতে দেখা গেল মিমি কে।
চা তৈরি করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিমি।এই চা কিভাবে তৈরি করবেন তা একবার দেখে নিন।দেখে নিনি কি ভাবে তৈরি হার্বাল চাঃউপকরণ, জল,পুদিনা পাতা,তুলসী পাতা,হলুদ গুঁড়ো,গ্রিন টি ব্যাগ। পদ্ধতি, প্রথমে পরিমানমতো জল তারপর তাতে তুলসি পাতার পুদিনা পাতা দিন। এবার তার মধ্যে দিতে হবে এক চামচ হলুদ গুঁড়ো। এরপর দিতে হবে গ্রিন টি ব্যাগ আর সেটা দিয়ে কয়েক মিনিট রেখে দিন। ব্যাস তৈরি হয়ে গেল রোগ প্রতিরোধ রোগ প্রতিরোধ জন্য হার্বাল টি।মিমি বলেছেন সুস্বাদু করার জন্য এর মধ্যে মিশিয়ে নিতে পারেন সামান্য মধুও গোলমরিচ গুঁড়ো। নিচের লিংকে ক্লিক করে দেখে নিন মিমির চা বানানোর ভিডিওটি।
https://www.instagram.com/p/B-J3M-BgpK7/
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.