করোনা নিয়ে সচেতন বার্তা, ট্রেনের সিট পরিষ্কার করতে দেখা গেল রাবিনা ট্যান্ডন কে
নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাস থেকে সচেতনতার বার্তা প্রতিনিয়ত দিয়ে চলেছে তারকারা। এবার বার্তা দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রবীনা ট্যান্ডন।ট্রেনের সফরে ওয়াইপস আর স্যানিটাইজার দিয়ে ট্রেনের আসন পরিষ্কার করলেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করলেন রবীনা। এই ভিডিও আপলোড করে রাবীনা লেখেন, 'পরে দুঃখ পাওয়ার থেকে আগে সাবধান হওয়া ভালো।
প্রচন্ড জরুরি কাজ না থাকলে বাড়ি থেকে বের হবেন না। নিজে ও আশেপাশের সকলকে নিরাপদে রাখুন। তবে ট্রেনে করে কোথায় যাচ্ছেন বা কেন যাচ্ছেন সে সম্পর্কে কিছু জানা যায়নি। শুধু তার একটি ভিডিও থেকে দেখা গেছে তিনি বান্দ্রা টার্মিনাস রেল স্টেশন বসে আছেন। নিচের লিংকে ক্লিক করে দেখে নিন রাবীনা কিভাবে ট্রেনের আসন পরিষ্কার করছেন।
https://www.instagram.com/p/B986TwbnvF3/
প্রচন্ড জরুরি কাজ না থাকলে বাড়ি থেকে বের হবেন না। নিজে ও আশেপাশের সকলকে নিরাপদে রাখুন। তবে ট্রেনে করে কোথায় যাচ্ছেন বা কেন যাচ্ছেন সে সম্পর্কে কিছু জানা যায়নি। শুধু তার একটি ভিডিও থেকে দেখা গেছে তিনি বান্দ্রা টার্মিনাস রেল স্টেশন বসে আছেন। নিচের লিংকে ক্লিক করে দেখে নিন রাবীনা কিভাবে ট্রেনের আসন পরিষ্কার করছেন।
https://www.instagram.com/p/B986TwbnvF3/
No comments