করোনার জেরে দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে কার্ফু জারি করতে বাধ্য হল পঞ্জাব সরকার!
নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাস মোকাবিলায় শেষে কার্ফু জারি করতে বাধ্য হল পাঞ্জাবের অমরিন্দর সরকার। কারণ লক ডাউন ঘোষণা করার পরেও পাঞ্জাবের বাসিন্দারা বাড়ির বাইরে বেরোন বন্ধ করছিলেন না। তাই কোনও উপায় না দেখেই করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কার্ফু জারি করে সরকার। পঞ্জাব সরকারের এক মুখপাত্র জানান কার্ফু চলাকালীন কারোকে কোনও রকম ছাড় দেওয়া হবে না। জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বেরতে হলে, স্থানীয় প্রশাসনের কাছ থেকে আগে অনুমতি নিতে হবে।
তার পরেই নির্ধারিত সময়ের জন্য অনুমতি মিলতে পারে। অবিলম্বে রাজ্যের সমস্ত জেলায় সেই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে।রাজ্য সরকারের নির্দেশ সামনে আসার পরই একাধিক জায়গায় তা কার্যকর করতে রাস্তায় নেমে পড়ে পুলিশ। দোকানপাট বন্ধ করে মানুষকে বাড়ি ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়।

No comments