করোনার আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে মানুষ!
নজরবন্দি ব্যুরো: করোনা আতঙ্ক গ্রাস করেছে গোটা পৃথিবীকে। যদিও ধীরে ধীরে সেই আতঙ্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা চালাচ্ছে মানুষ। করোনার আতঙ্ককে হার মানাচ্ছে সচেতনতা। ফলপ্রসূ হচ্ছে চিকিৎসকদের জীবনপণ লড়াই।
করোনার থাবায় ইতিমধ্যে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, তেমনি আবার কয়েক হাজার মানুষ সুস্থ হয়ে ফিরে গেছেন। যদিও এর সব কৃতিত্ব চিকিৎসকদের দিতে হবে। পরিসংখ্যান অনুসারে, ইতিমধ্যেই গোটা পৃথিবীর প্রায় এক লক্ষ মানুষ পুরোপুরি সুস্থ হয়েছেন করোনার কবল থেকে। এদের অনেকেই হসপিটাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে।
বাড়ি ফিরে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন বেশিরভাগই। WHO-র ওয়েবসাইটে এই তথ্য তুলে ধরা হয়েছে। ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, এখনও পর্যন্ত প্রায় ৯৯ হাজার মানুষ করোনা আক্রান্ত হওয়ার পরও সুস্থ হয়ে উঠেছেন। বেসরকারি হিসেবে সংখ্যাটা লক্ষ ছাড়িয়ে গিয়েছে। অপরদিকে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ১৫ হাজারের আশেপাশে। মৃত্যুর তুলনায় সুস্থতার পরিমাণ অনেকটাই বেশি। মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৪০ হাজারের কাছে হবে।
করোনার থাবায় ইতিমধ্যে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, তেমনি আবার কয়েক হাজার মানুষ সুস্থ হয়ে ফিরে গেছেন। যদিও এর সব কৃতিত্ব চিকিৎসকদের দিতে হবে। পরিসংখ্যান অনুসারে, ইতিমধ্যেই গোটা পৃথিবীর প্রায় এক লক্ষ মানুষ পুরোপুরি সুস্থ হয়েছেন করোনার কবল থেকে। এদের অনেকেই হসপিটাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে।
No comments