Header Ads

রাজ্যে প্রথম মৃত্যু করোনায়! চিন্তিত তিলোত্তমা।

নজরবন্দি ব্যুরো: রাজ্যে চতুর্থ হিসেবে ৫৭ বছর বয়সি ব্যক্তির শরীরে করোনাভাইরাসের প্রমাণ মিলেছিল। তিনি দমদমের বাসিন্দা, গত ১৬ মার্চ থেকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন আজ তার মৃত্যু হল। উল্লেখ্য,করোনার উপসর্গ দেখা দিতে তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল। নিশ্চিত হওয়ার জন্য ফের একবার ওই বৃদ্ধের লালা রস এবং রক্তের নমুনা বেলেঘাটা নাইসেডে পাঠানো হয়। সেখানেও পরীক্ষার করে ওই প্রৌঢ়ের শরীরে করোনা ভাইরাস থাকার প্রমাণ মিলেছিল
বৃদ্ধের মৃত্যু আশঙ্কা আর আতঙ্ক বাড়াল রাজ্যবাসীর। বৃদ্ধ প্রবল শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়ে ছিলেন হাসপাতালে। আজ হৃদরোগে আক্রান্ত হন তিনি এবং মারা যান।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.