Header Ads

দ্বিতীয় করনা আক্রান্ত যুবকের গলা দিয়ে ক্ষণে ক্ষণে আক্ষেপ ঝরে পড়ছে কেন বাড়ি গেলাম?

নজরবন্দি ব্যুরো: সপ্তাহ খানেক আগে লন্ডন থেকে কলকাতায় ফিরে হোম কোয়ারেন্টাইন এ না গিয়ে ঘুরে বেরিয়েছিলেন কলকাতার সমস্ত জায়গায়, মিশেছিলেন অগণিত মানুষের সাথে। এই তরুণের দুই সহপাঠী শরীরে COVID-19 পজিটিভ হয়েছিল। প্রতিবেশীর চাপে পড়ে আইডিতে যান ওই যুবক এবং পজিটিভ রিপোর্ট আশায় পরিবারের ১১জন সদস্যকে রাজারহাট কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়। বাবা-মা ও বাড়ির পরিচারিকার শরীরে পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।
এবং তাদের সওয়াব টেস্ট করে ধরা পড়ে তিন জনের শরীরের COVID-19 পজিটিভ। লন্ডন থেকে ফেরা প্রথম করনা আক্রান্ত যুবকের আইসোলেশন ইডিয়েট বই পড়ে মোবাইল ঘেঁটে কাটিয়ে দিচ্ছে এদিকে দ্বিতীয় আক্রান্ত যুবক এ সময় ভেঙে পড়েছেন নিজের কার্যকলাপের জন্য। তার মধ্যে এই অনুসোচনা তার জন্যই বাবা-মা নোভেল করোনায় আক্রান্ত। এত দায়িত্বজ্ঞানহীন হলাম কি করে? বাড়ি থেকে মনের মত নিরামিষ খাবার এসেছে তবুও কোথাও ক্ষণে ক্ষণে আক্ষেপ ঝরে পড়ছে যুবকের।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.